মডারেটরবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৬ অক্টোবর, ২০১৪, ০৯:১৭:৪২ সকাল
মডারেটরবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি । আজ হিজরী নববর্ষ । দয়া করে হিজরী নববর্ষের উপর কোন একটা পোস্ট স্টিকি করুন ।
মডারেটরবৃন্দ যদি আপনারা হিজরী নববর্ষ কি বা হিজরী সনের গুরুত্ব কি তা না জানেন , তাহলে এই লেখাটা পড়ুন :
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/55738
আপনারা অনেক অগুরুত্বপূর্ণ লেখা নির্বাচিত করেন ও স্টিকি করেন । অথচ আপনারা এই ব্যাপারে একে বারে অজ্ঞতাসুলভ আচরন কেন করছেন ?
আমার আর বিশেষ কিছু বলার নেই ।
বিষয়: বিবিধ
১৪৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার এই শুভ আহবানে আমিও সহমত পোষণ করে কার্য্যকরী জরুরী পদক্ষেপ নিতে মডুদের প্রতি আর্জি জানাচ্ছি........।
১. এসব মডুরা নাস্তিক ও অমুসলিমদের দালাল ও সুবিধাভোগী ।
২. এজন্য আমাদের নৈতিক দায়ত্বি এসব মডুদের দুনিয়া ও আখিরাত বরবাদ করার জন্য আল্লাহর কাছে বদ দুয়া করা । কারণ তাদরে ভাগ্যে আল্লাহ হিদায়াত রাখেন নি ।
তারা দিনের পর দিন নাস্তিক ও ইসলামের দুষমনদের পৃষ্ঠপোষকতা করছে ।
মাঝে মধ্যে তারা জামায়াতের হয়ে কাজ করে ও সরকারবিরোধী ভুমিকায় অবতীর্ণ হয়, শ্রেফ দুনিয়াবী স্বার্থের কারণে ।
হে আল্লাহ । হিজরী সনকে অপমান ও অসম্মানিত করার কারণে এবং দিনের পর দিন নাস্তিক ও ইসলামের দুষমনদের পৃষ্ঠপোষকতা করার কারণে এই ব্লগের সাথে সম্পৃত্ত লোকদের দুনিয়া ও আখিরাত ধ্বংষ করে দাও ।
তাদের উপর বালা - মসিবত নাজিল কর । তাদের পৃষ্ঠপোষকদরে ধ্বংষ করে দাও । তাদের দুনিয়া ও আখিরাতে অসম্মানিত ও লাঞ্ছিত কর ।
হে আল্লাহ । তারা অভিশপ্ত । তারা জালেম । তাদের ধ্বংষ করে দাও । আমীন ।
অভিমান তো অনেক! যদিও অভিমানের যথার্থতাও কম নয়!
আপনি-আমি-সবাই তো টুডে ব্লগের সাথে সম্পৃক্ত তাই নয় কী!
আমাকে বেশ কয়েক বার সুসংঘবদ্ধ অপশক্তির প্ররোচনায় এই ব্লগ সাইটের মডারেটরবৃন্দ আমাকে ব্যান করেছিল । উপরন্তু আমি কম করে হলেও ১৩০ টা লেখা লিখেছি । তার একটাও তারা নির্বাচতি ও স্টিকি করেনি । এর কারণ :
১. মডারেটরবৃন্দ জামায়াত - শিবিরের রাজনীতর সাথে সম্পৃত্ত । জামায়াত - শিবিররে আদর্শ প্রচারকারীদের পৃষ্ঠপোষকতা করাই এসব মডারেটরদের প্রধান উদ্দেশ্য ।
২.মডারেটরবৃন্দ কিছু চিহ্নিত নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের সাথে সরাসরি সম্পর্ক রাখেন । এজন্য আমরা প্রতি দিনই ইসলামবিরোধী লেখা এই সাইটে দেখতে পাই ।
৩. মডারেটরবৃন্দ একাংশ ওহাবী মতবাদ প্রচারের সাথে সম্পৃত্ত । এজন্য প্রায়ই ওহাবী মতবাদের সাথে সম্পৃত্ত লেখা প্রায়ই স্টিকি হয় ।
আমি মুসলিম । আমার প্রতি দিনের হিজরী তারিখ কত তা জানা আমার ফরজ ।
আমি এই কারনে বলছি যে ওদের ১ম বর্ষপূর্তি ব্যানার টাইতো ওরা এখনও পরিবর্তন করে না আর অন্য এত কিছু নিয়ে ভাবার সময় কই?
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন