মডারেটরবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৬ অক্টোবর, ২০১৪, ০৯:১৭:৪২ সকাল



মডারেটরবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি । আজ হিজরী নববর্ষ । দয়া করে হিজরী নববর্ষের উপর কোন একটা পোস্ট স্টিকি করুন ।

মডারেটরবৃন্দ যদি আপনারা হিজরী নববর্ষ কি বা হিজরী সনের গুরুত্ব কি তা না জানেন , তাহলে এই লেখাটা পড়ুন :

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/55738

আপনারা অনেক অগুরুত্বপূর্ণ লেখা নির্বাচিত করেন ও স্টিকি করেন । অথচ আপনারা এই ব্যাপারে একে বারে অজ্ঞতাসুলভ আচরন কেন করছেন ?

আমার আর বিশেষ কিছু বলার নেই ।

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278234
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
কাহাফ লিখেছেন :
আপনার এই শুভ আহবানে আমিও সহমত পোষণ করে কার্য্যকরী জরুরী পদক্ষেপ নিতে মডুদের প্রতি আর্জি জানাচ্ছি........।
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৬
222083
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : যদি মডারেটরা এই বিষয়ে কোন কার্যকরী ও জরুরী পদক্ষেপ না নেন , তাহলে আমাদের বুঝতে হবে :

১. এসব মডুরা নাস্তিক ও অমুসলিমদের দালাল ও সুবিধাভোগী ।

২. এজন্য আমাদের নৈতিক দায়ত্বি এসব মডুদের দুনিয়া ও আখিরাত বরবাদ করার জন্য আল্লাহর কাছে বদ দুয়া করা । কারণ তাদরে ভাগ্যে আল্লাহ হিদায়াত রাখেন নি ।

তারা দিনের পর দিন নাস্তিক ও ইসলামের দুষমনদের পৃষ্ঠপোষকতা করছে ।

মাঝে মধ্যে তারা জামায়াতের হয়ে কাজ করে ও সরকারবিরোধী ভুমিকায় অবতীর্ণ হয়, শ্রেফ দুনিয়াবী স্বার্থের কারণে ।


হে আল্লাহ । হিজরী সনকে অপমান ও অসম্মানিত করার কারণে এবং দিনের পর দিন নাস্তিক ও ইসলামের দুষমনদের পৃষ্ঠপোষকতা করার কারণে এই ব্লগের সাথে সম্পৃত্ত লোকদের দুনিয়া ও আখিরাত ধ্বংষ করে দাও ।

তাদের উপর বালা - মসিবত নাজিল কর । তাদের পৃষ্ঠপোষকদরে ধ্বংষ করে দাও । তাদের দুনিয়া ও আখিরাতে অসম্মানিত ও লাঞ্ছিত কর ।

হে আল্লাহ । তারা অভিশপ্ত । তারা জালেম । তাদের ধ্বংষ করে দাও । আমীন ।
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪২
222087
কাহাফ লিখেছেন :
অভিমান তো অনেক! যদিও অভিমানের যথার্থতাও কম নয়!
আপনি-আমি-সবাই তো টুডে ব্লগের সাথে সম্পৃক্ত তাই নয় কী!
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
222202
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : কাহাফ : আমি এই ব্লগ সাইটের সাথে সম্পৃত্ত লোক নই । আমি এক জন লেখক মাত্র । এই সাইটটাতে আমি বড় জোড় মানুষকে সচেতন করার জন্য লেখি ।


আমাকে বেশ কয়েক বার সুসংঘবদ্ধ অপশক্তির প্ররোচনায় এই ব্লগ সাইটের মডারেটরবৃন্দ আমাকে ব্যান করেছিল । উপরন্তু আমি কম করে হলেও ১৩০ টা লেখা লিখেছি । তার একটাও তারা নির্বাচতি ও স্টিকি করেনি । এর কারণ :

১. মডারেটরবৃন্দ জামায়াত - শিবিরের রাজনীতর সাথে সম্পৃত্ত । জামায়াত - শিবিররে আদর্শ প্রচারকারীদের পৃষ্ঠপোষকতা করাই এসব মডারেটরদের প্রধান উদ্দেশ্য ।

২.মডারেটরবৃন্দ কিছু চিহ্নিত নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের সাথে সরাসরি সম্পর্ক রাখেন । এজন্য আমরা প্রতি দিনই ইসলামবিরোধী লেখা এই সাইটে দেখতে পাই ।

৩. মডারেটরবৃন্দ একাংশ ওহাবী মতবাদ প্রচারের সাথে সম্পৃত্ত । এজন্য প্রায়ই ওহাবী মতবাদের সাথে সম্পৃত্ত লেখা প্রায়ই স্টিকি হয় ।
278239
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:২১
সান বাংলা লিখেছেন : আচ্ছা টুডে ব্লগের ১ম বর্ষপূর্তি কখন গেল বলতে পাড়েন?
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৯
222081
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি জানি না । টুডে ব্লগের ১ম বর্ষপূর্তি কখন তা জানা আমার প্রয়োজনীয় বিষয় নয় ।

আমি মুসলিম । আমার প্রতি দিনের হিজরী তারিখ কত তা জানা আমার ফরজ ।
২২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
230257
সান বাংলা লিখেছেন : মাশা আল্লাহ্ !আপনার নছিহত খুব ভালো লাগলো।
আমি এই কারনে বলছি যে ওদের ১ম বর্ষপূর্তি ব্যানার টাইতো ওরা এখনও পরিবর্তন করে না আর অন্য এত কিছু নিয়ে ভাবার সময় কই?
278308
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৮
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
222204
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : اتَّبِعوا مَن لا يَسـَٔلُكُم أَجرًا وَهُم مُهتَدونَ
278310
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লিখা
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
222205
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : وَما عَلَينا إِلَّا البَلٰغُ المُبينُ
278317
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৬
বুড়া মিয়া লিখেছেন : হিজরী বিশদ বিবরণ নিয়ে লেখা ফখরুল ভাইয়ের পোষ্ট-টা ষ্টিকি করা হোক
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
222206
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
278578
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File