আমাদের হাত বাঁধা নেই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৩৩:২৫ রাত



বিডিটুডে ব্লগসাইটে প্রায় দেড় মাস ধরে লিখছি ।

সোনার বাংলাব্লগে কাল হতে ঢুকতে পারছিলাম না । আমি অনেক আগেই ভেবেছিলাম এমন কিছু একটা হবে ।

আমার মতো অনেকেরই বড় ধরণের ক্ষতি হয়েছে । সোনার বাংলাদেশ ব্লগে আমার প্রায় দেড়শত পোস্ট ছিল । তার অর্ধেক মাত্র আমার সংগ্রহে আছে । বাকি অর্ধেক আমার সংগ্রহে নেই । অথচ এসব পোস্ট লেখার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে ।

সবার কাছেই অন্য ব্লগারের অনেক পোস্ট সেভ করা আছে । আমি মনে করি এসব পরস্পর আদান প্রদান করলে - এই ক্ষতি কিছুটা আমরা কাটিয়ে উঠতে পারবো ।

আমি আশা করি, সোনার বাংলা ব্লগের ব্লগারবৃন্দরা এই সাইটে তাদের জ্ঞান-মেধা-প্রজ্ঞা দিয়ে আগের চেয়ে ভাল লেখা উপহার দিবেন ।



আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি : আমাদের হাত বাঁধা নেই । আমাদের মস্তিষ্ক সচল ও প্রাণবন্ত । কোন শক্তিই আমাদের কথাগুলো প্রকাশ করার পথকে রুদ্ধ করতে পারবে না । কারণ অবাদ তথ্য প্রবাহের যুগে আমরা সবাই স্বাধীন ।

আমাদের জ্ঞান-মেধা-প্রজ্ঞা-দুরদর্শিতা দিয়ে আমরা করবো জয় একদিন ।

বিষয়: বিবিধ

১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File