বর্তমান সময়ের জামায়াত-শিবির নেতা-কর্মীদের মানষিকতা (১ম পর্ব)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৩ নভেম্বর, ২০১৩, ১০:৩৯:২৪ রাত
প্রবনতা : ১
# জামায়াত-শিবিরের লোকরা হরতাল পালন করতে গিয়ে রাস্তায় নামাজ পড়েছেন বা জনসভায় গিয়ে জনসভার একপাশে নামাজ পড়েছেন ভাল কথা | কিন্তু সেটা ক্যামেরা বন্দী করে ফেসবুকে আপলোড করে কয়েকটা লাইক পাওয়া ছাড়া বাংলাদেশের কোন লাভটা হচ্ছে |
# আমেরিকা সবদলের অংশগ্রহণে নির্বাচন চায় বা ইউরোপীয় ইউনিয়ন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় | তা শুনে জামাত-শিবিরের লোকরা আহলাদে আটখানা হয়ে বসে আছে | ব্যাপারখানা এমন যে নির্বাচন হলে তারা ইলেকশনে জিতে দেশে ইসলামী শাসন কায়েম করবেন ।
জামাত ও শিবিরের ভাইদের বলছি, এইসব কি ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী হতে পারে?
যখন আপনারা আল্লাহ্ র ওপর নির্ভরতা কমিয়ে আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তির ওপর নির্ভর করার মানসিকতা পোষণ করছেন | আপনাদের ইবাদতে কি প্রদর্শনেচ্ছা প্রকাশ পাচ্ছে না ? আল্লাহর দরবারে কি আপনাদের এই ইবাদত কবুল হবে ?
অবস্হা দেখে মনে হয় : আমেরিকা আর ইউরোপিয় ইউনিয়ন আমাদের দেশে ইসলাম কাযেম করিয়ে দিবে - বলে জামায়াত-শিবিরের লোকরা মনে করে ।
এই লেখায় দেখবেন কিছু ইসলামিস্ট আমেরিকার দালালী কীভাবে করছেন :
http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/1864/fakhrul/31747
আল্লাহ আমাদের এমন অবস্হা হতে রক্ষা করুন ।
অথচ আল্লাহ আমাদের সুরা হজের ৭৮ নং আয়াতে বলেছেন :
প্রবনতা : ২
নিজের ঈমান ও আমলকে সুরক্ষিত রাখার জন্য আমাদের অনেক পড়াশোনা করতে হবে । কারণ কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ হলো ইকরা মানে পড় । এবং নাস্তিক ও সেমি নাস্তিকদের সাথে কুরআনের এই আয়াতটা অনুসরণ করতে হবে :
আপনি পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উত্তমরূপে উপদেশ শুনিয়ে এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্হায় । সুরা নহল : ১২৫
অথচ জামায়াত-শিবিরের অনলাইন একটিভিস্টদের দৃষ্টিভঙ্গি হলো :
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।
বিষয়: বিবিধ
২১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন