ফেসবুক ও ব্লগ-সহ সব সাইটে দ্রুতগতিতে বাংলা টাইপ করার কৌশল (১ম পর্ব)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৪ মে, ২০১৩, ১২:৫১:৩০ রাত
সূচনা : যারা বিভিন্ন বাংলা ব্লগ সাইট এবং ফেসবুকে লেখা বা স্যাটাস পড়েন এবং লেখেন, তাদের অভ্র কীবোর্ড সম্বন্ধে মোটামোটি ধারণা আছে । যারা সব জায়গায় কম্পিউটারের মাধ্যমে বাংলা দ্রুতগতিতে লিখতে বা টাইপ করতে চান তাদের জন্যই আমার এই লেখা ।
অভ্র কীবোর্ড :
অভ্র কীবোর্ড বাংলা সফটওয়্যার – টা বানিয়েছে OmicronLab নামক প্রতিষ্ঠান । এটা ইউনিকোড সমর্থনকারী প্রথম বাংলা টাইপ সফটওয়্যার । আপনি বর্তমান সময়ের যে কোন অপারেটিং সিস্টেমে এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন ।
এর মাধ্যমে আপনি অভ্র ফোনেটিক, অভ্র ইজি, বর্ণমালা, ন্যাশনাল (জয়িতা) ও ইউনিবিজয় ( ইউনিজয় ) লে-আউটে লিখতে পারবেন।
অভ্র কীবোর্ড ও বিজয় কীবোর্ডের মধ্যে পার্থক্য :
১. অভ্র কীবোর্ড একটি বিনামূল্যের সফটওয়্যার তথা ফ্রিওয়্যার ।
আর বিজয় বৈধভাবে ব্যবহার করতে হলে আনন্দ কম্পিউটার্স থেকে কিনতে হয়। অপর দিকে আপনি নেট হতে অভ্র সফটওয়্যার বিনামূল্যে ডাইনলোড করতে পারেন এবং পেন ড্রাইভে করে আপনি অভ্র সফটওয়্যার আদান প্রদান করতে পারেন ।
২. অভ্র কীবোর্ড ইউনিকোড সাপোর্ট করে ।
৩. অভ্র কীবোর্ড দিয়ে যেকোন প্রোগ্রামের ভিতর অনায়াসেই বাংলা লেখা যায়।
৪. যারা বিভিন্ন সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত, তাদের জন্যও আছে অভ্র পোর্টেবল এডিশন।
ইউনিবিজয় আর বিজয়ের মধ্যে সামান্য কিছু পার্থক্য :
ইউনিবিজয় আর বিজয়ের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে । যারা বিজয়ের লে-আউটে টাইপ করতে পারেন তাদের অন্য নতুন করে টাইপীং শিখতে হবে না । তারা এই ইউনিবিজয় ব্যবহার করতে পারেন।
বিজয় কীবোর্ড লেআউট
ইউনিবিজয় কীবোর্ড লেআউট
অল্প কয়েকটি পার্থক্য ইউনিবিজয় ও বিজয়ের লে-আউটের মধ্যে রয়েছে। যথা :
১.Q চাপলে বিজয়ে ঙ আসে। কিন্তু অভ্র তে শিফট চেপে ধরে Q চাপলে ঙ আসে।
একই ভাবে ং আনতে হলে বিজয়ে শিফট চেপে ধরে রেখে Q চাপতে হয় । আর অভ্রতে Q চাপলে সরাসরিই ং আসবে।
২. শিফট চেপে ধরে ২ চাপলে অভ্র কীবোর্ডে ইউনিবিজয় লে-আউটে চন্দ্রবিন্দু আসবে ।
৩. শিফট চেপে ধরে রেখে ৭ চাপলে ৎ আসবে ।
৪. শিফট চেপে ধরে রেখে ৬ চাপলে ঃ আসবে ।
অভ্র ব্যবহারের অন্যান্য সুবিধা :
অভ্র কীবোর্ডে বাংলা মোড অন করে আপনি ব্রাউজারের অ্যাড্রেসবার থেকে শুরু করে সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পর্যন্তই নয়, বরং সবস্থানে বাংলা লিখতে পারবেন।
অর্থাৎ, অভ্র ব্যবহার করলে আপনাকে অন্যান্য সফটওয়্যারের মত কপি-পেস্ট করতে হবেনা। সুতরাং আপনার টাইপীং হবে স্বাচ্ছন্দ্যময়, কাজ হবে দ্রুত।
বাংলা লেখার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার :
বাংলা লেখার জন্য কম্পিউটারে সফটওয়্যার আলাদাভাবে রাখার জন্য ফোল্ডার
আপনার করণীয় :
১. প্রথমে আপনার কম্পিউটারে D ড্রাইভে Bangla Writing নামক ফ্লোডার বানান ।
২. তারপর নেট হতে অভ্র ৪.৫.১ ( avrokeyboard_4.5.1 )সফটওয়ারটা ডাইনলোড করুন এবং Bangla Writing নামক ফ্লোডারটায় সেভ করুন । ডাইনলোড করার জন্য এই লিংকে যান :
http://www.mediafire.com/download/mooqs2ezr5g6kqp/setup_avrokeyboard_4.5.1.exe
[ এসব লিংক হতেও ডাইনলোড করতে পারেন :
http://djarifonnet.blogspot.com/2010/05/avoro-bangla-keyboard-standard-edition.html
http://onlinenews-24hour.blogspot.com/2012/06/free-download-bangla-typing-software.html
http://downloads.fyxm.net/Avro-Keyboard-7085.html
এখান থেকেও অভ্র৪.৫.১ সফটওয়ারটা ডাইনলোড করতে পারেন । তবে ফাইলটা জিপ করা আছে ।
https://www.box.com/shared/3dm89k9jpx ]
৩. প্রয়োজনীয় বাংলা ফন্ট সোলাইমান লিপি ডাইনলোড করুন এই দুই লিংক হতে এবং Bangla Writing নামক ফ্লোডারটায় সেভ করুন ।
http://www.mediafire.com/download/x5ce7btacwwzj76/SolaimanLipi_20-04-07.ttf
http://www.mediafire.com/download/81v81c57az44thi/SolaimanLipi_29-05-06.ttf
পরবর্তীতে এই দুই ফন্টের যে কোন একটা ফন্ট আপনাকে ইন্সটল করার প্রয়োজন হতে পারে ।
অভ্র কীবোর্ডকে বিজয় কীবোর্ড বা ইউনিজয় কীবোর্ড হিসেবে ব্যবহার করার পক্রিয়া :
অনেকেই “আমি তোমাকে ভালবাসি” লেখেন ইংরেজী অক্ষর ব্যবহার করে Ami tomake valobasi । এভাবে তারা সব কিছু লিখে থাকেন । কখনো তারা বাংলা অক্ষর ব্যবহার করে লিখতে চান না । তারা অনেক সময় অভ্য কীবোর্ড ব্যবহার করার সময়ও "Avro Phonetic(English to Bangla)" ব্যবহার করে বাংলা লিখেন । আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা কখনো এভাবে বাংলা লিখবেন না ।
অভ্র৪.৫.১ সফটওয়্যারের মাধ্যমে বিজয় কীবোর্ড বা ইউনিজয় কীবোর্ড ব্যবহার করে বাংলা লিখবেন তার জন্য অভ্র৪.৫.১ ইন্সটলের করার সময় কনফিগার করে নিবেন । অভ্র৪.৫.১ ইন্সটলেশনের এই পক্রিয়া প্রদর্শন করা হলো :
ধাপ১:
অবশ্যই আপনারা আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী নেট হতে অভ্র৪.৫.১ সফটওয়্যারটা ডাইনলোড করেছেন । এখন নির্দিষ্ট ফোল্ডারে যেয়ে ( Bangla Writing ) ইন্সটলেশন পক্রিয়া শুরু করুন ।
ইন্সটলেশন শেষ হওয়ার পর আপনি একটা ইউন্ডো পাবেন যা আপনাকে কনফিগার করতে হবে । এজন্য আপনি Next> বাটনে ক্লীক করুন ।
ধাপ২:
Next> ক্লীক করার পর আরেকটা ইউন্ডো পাবেন যা দেখতে নিচের মতো । বাংলা টাইপিং এর জন্য আপনাকে কি বোর্ড সুইচিং করতে হবে । ব্যাপারটা হলো আপনি এখন ইংরেজী টাইপ করছেন । এখন বাংলা টাইপ করবেন । সুতরাং আপনাকে কীবোর্ড সুইচিং করতে হবে । আপনি দুই ভাবে কীবোর্ড সুইচিং করতে পারেন । Ctrl+Alt+B (এসব কীগুলো একত্রে চেপে) অথবা F12 কী চেপে কিবোর্ড পরিবর্তন বা সুইচিং করতে পারেন । এই ছবিতে F12 কী-কে বেছে নেওয়া হয়েছে । তবে আমি নিজে ব্যক্তিগতভাবে Ctrl+Alt+B ব্যবহার করে কীবোর্ড পরিবর্তন করি । আপনি F12 কে মাইস দিয়ে নির্বাচন করে Next> বাটনে ক্লীক করুন ।
ধাপ৩:
তারপর আরেকটা ইউন্ডো আসবে যাতে select a language you want to write in "English typing mode". যাতে কোন পরিবর্তনের কোন প্রয়োজন নেই । কারণ সেখানে English United Sates নির্বাচন করা আছে । আপনি শুধু Next> বাটনে ক্লীক করুন ।
ধাপ৪:
এই ধাপে দুইটা অপসন দেওয়া আছে English to Bangla Phonetic এবং Traditional Fixed Keyboard Layout. আপনি Traditional Fixed Keyboard Layout. মাইস দিয়ে নির্বাচন করুন এবং Next> বাটনে ক্লীক করুন ।
ধাপ৫:
এই ধাপটি Avro Keyboard 4.5.1. এর জন্য গুরুত্বপূর্ণ । আপনি ড্রপ ডাইন মেনু হতে UniBijoy –এ ক্লীক করুন এবং Next> বাটনে ক্লীক করুন ।
ধাপ৬:
এই ধাপে আপনি Old style typing নির্বাচন করুন এবং Next> বাটনে ক্লীক করুন ।
ধাপ৭:
এটাই শেষ ধাপ । আপনি শুধু Finish বাটনে ক্লীক করুন । এবার আপনি Avro Keyboard ব্যবহার করতে পারবেন Old style bijoy হিসেবেই ।
ইন্সটলেশন তো শেষ হলো । তারপরও আরো কাজ বাকি আছে ।
ইন্সটলেশনের পরের কাজ :
ধাপ১:
আপনি আপনার মাউস পয়েন্টার আমি ছবিতে যেভাবে রেখেছি সেভাবে রাখুন এবং সেখানে ক্লীক করুন ।
আপনি ২য় ছবিটার মতো একটা মেনু পাবেন ।
এখন ২য় ছবিতে দেখানো UniBijoy এ ক্লীক করুন ।
ধাপ২:
এখন এই ছবিটার দিকে তাকান ।
আপনি Settings বাটনে ক্লিক করুন । তারপর একটা ড্রপ ডাইন মেনু আসবে ।
এখন আপনি Use 'Old Style Typing' -এ ক্লীক করুন ।
নিচের দুই ভিডিওতে এই পক্রিয়াটা দেওয়া আছে । ভিডিওগুলো ডাউনলোড করেও অভ্র৪.৫.১ ইন্সটলেশন পক্রিয়া দেখতে পারেন । ভিডিওগুলো ডাইনলোড করার লিংক :
১. How to use Bangla in PC - Avro Bangla Installation.mpg
https://www.youtube.com/watch?v=OTibsxOo0Jg
২. How to Install Avro keyboard & icomplex Software
https://www.youtube.com/watch?v=vy3fpIypz3Y
অভ্র পোর্টেবল এডিশন :
যারা বিভিন্ন সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত, তাদের জন্যও আছে অভ্র পোর্টেবল এডিশন।
অভ্র পোর্টবল এডিশন হচ্ছে মূল সফটওয়্যারের একটি ক্ষুদ্র সংস্করণ যা আপনার পিসিতে দ্রুততর গতিতে ডাউনলোড হবে এবং ইন্সটল করতে Administrative Right এর প্রয়োজন হবে না। যেহেতু সাইবার ক্যাফের প্রতিটি পিসি'ই ইউজারে লগ ইন করা থাকে এবং এখানে আপনি কোন সফটওয়্যার ইন্সটল করতে পারবেন না, সেহেতু অভ্র কীবোর্ড হচ্ছে আপনার সমস্যার একমাত্র সমাধান। অভ্র কীবোর্ড পোর্টেবল এডিশন মূলত একটি আর্কাইভ যা দুই মিনিটেরও কম সময়ে ইন্সটল বা এক্সট্র্যাক্ট হয়ে যাবে এবং এটি ইন্সটল করতেও আপনাকে অ্যাডমিনিস্ট্রেটরে লগ-ইন করতে হবে না বা অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি লাগবে না। প্রায় ৯ মেগাবাইটের এই ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
http://www.omicronlab.com/portable-avro-keyboard.html
পোর্টেবল অভ্র কীবোর্ড ও স্পেল চেকারের ভাল দিকগুলো :
• No Installation Needed
• No Bangla Fonts Needed
has built in Automatic Virtual Font Installer
• No Administrator Privilege Needed
• All your settings/personalization remain intact
• Has all other features of Standard Edition
উপসংহার :
আজ আপনারা avrokeyboard_4.5.1 ইন্সটলেশন করা শিখলেন । আগামী পর্বে দ্রুত বাংলা ও ইংরেজী টাইপ করার বিভিন্ন কৌশল উপস্হাপন করবো । সেই কৌশলগুলো বাস্তব জীবনে আপনারা প্রয়োগ করে কম্পিউটারে টাইপ স্পীড বাংলা প্রতি মিনিটে ৩০ এবং ইংরেজী প্রতি মিনিটে ৫০ শব্দ পর্যন্ত তুলতে পারবেন । এজন্য আপনাদের মাত্র ১ মাস ১ ঘন্টা করে অনুশীলন করতে হবে ।
আশা করি আমার সাথেই থাকবেন ।
বিষয়: বিবিধ
১৪৪২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রয়োজনীয় উপকারী একটা উপস্হাপনায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান জানাই ভাই।
অপেক্ষায় রইলাম আমরা....।
মন্তব্য করতে লগইন করুন