মানুষগুলো জানি কেমন!

লিখেছেন লিখেছেন তুহিন হাসান ০২ জানুয়ারি, ২০১৩, ০৬:১০:৩৮ সন্ধ্যা

ইদানিং আশে পাশে কোন মানুষ দেখিনা। কয়েকটি নিথর দেহ যেন বেষ্টন করে আছে চারিপাশ। কেউ এখন আর কাঁদেনা, প্রাণ খুলে হাসে না। মায়া ভালবাসা শব্দগুলো যেন অভিধানের পাতায় বন্দী হয়ে গেছে। বোবা মূর্তিমান প্রাণীগুলো আজ শুধু নিজেদের নিয়ে দিশেহারা!

মানুষগুলো জানি কেমন! যান্ত্রিক জীবন যাত্রায় যতটুকু উন্মাদনা তার সবটুকুই লোক দেখানো। বিজ্ঞানের অগ্রযাত্রায় জীবন অনেক সহজ হয়েছে ঠিকই কিন্তু মন পেয়েছে ইস্পাতের কঠিন্যতা। রাস্তার পাশে পড়ে থাকা সহস্র উদ্বাস্তুদের আহাজারি দেখে কারো এখন লোম খাড়া হয়না। কেউ আর ওদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়না, কাছে গিয়ে বলেনা 'তোমার কেউ নেই'?

কিছু অদ্ভূত মুখ আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। অন্যায় যেন গায়ে সয়ে গেছে তাদের, প্রতারনা হয়েছে নিত্যসঙ্গী। কেউ আর বিবেক দিয়ে চলেনা। হিংসাত্মক সম্পর্ক যেন সামাজিক জীবদের বৈশিষ্ট্য হয়ে গেছে। সবাই শুধু অর্থ আর প্রাচুর্যের প্রতিযোগীতা করে, মানবতার কথা তাদের মনেই আসেনা। অদ্ভূত সব চারপাশের মানুষগুলো; বড়ই অদ্ভূত।।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File