চিরন্তন কাব্য

লিখেছেন লিখেছেন আতা স্বপন ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২২:৩৯ দুপুর

দিন চলে যায়

রাত চলে যায়

সময় গুলো শেষ হয়ে যায়

দেহ টাও বুড়িয়ে যায়

কেশগুচ্ছ শ্বেত হয়ে যায়

চোখের জ্যোতি ম্লান হয়ে যায়

সৃতিগুলো ফিকে হয়ে যায়

মরন শুধু ডাক দিয়ে যায়

তবুও সবাই বাঁচতে যে চায়।।

রুপ থাকে না

গুন থাকে না

আসে পাশেকেউ থাকে না

ভাই ও না

বন্ধুও না

ছেলেও না কন্যাও না

থাকে জীর্ন দেহ খানা।।

ভয় আসে

ক্ষয় আসে

রোগ আসে

শোক আসে

দু:খ আসে

মরন গ্রাসে।।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342219
১৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভয় আসে
ক্ষয় আসে
রোগ আসে
শোক আসে
দু:খ আসে
মরন গ্রাসে।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File