বাংলাদেশে র' এর আসল টার্গেট আল্লামা সাঈদী!!!
লিখেছেন লিখেছেন ইসমাইল একেবি ২২ এপ্রিল, ২০১৪, ০৬:৩৩:০৮ সন্ধ্যা
ভারতের র' এবং ইসরাইলের 'মোসাদ" সম্বন্ধে আমার যতটুকু জানাশোনা বা পড়াশোনা আছে এবং মোসাদের চক্রান্ত থেকে আল্লাহ বাচিয়ে দিয়েছেন এমন একজন আরব ইসলামিক স্কলার থেকে যা জানতে পেরেছি তাতে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি- ভারতের র' এর অনেক বড় একটা টার্গেট হচ্ছে "আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।" তারা হয়ত নিজেরা সরাসরি কাজে না নেমে কৌশলে অন্যদেরকে দিয়ে কোন রকমে তাকে হত্যা করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে তাদের যে ৬ লক্ষ ৩ হাজার এজেন্ট আছে (বেশ কিছুদিন আগে রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত একটা কলাম থেকে জেনেছিলাম) তাদেরকে এ মিশন সাকসেসফুল করার জন্য কত হাজার কোটি টাকা যে দিয়েছে তা আল্লাহই জানেন। ইসরাইলের মোসাদ ও ভারতের র' এর সবচেয়ে বড় কাজ হল, এলাকায় ইসলামের জন্য যারা বেশী কাজ করছে তাদেরকে শেষ করে দেয়া। আরব বিশ্বে এ টার্গেট নিয়ে কাজ করছে মোসাদ এবং ভারত উপমহাদেশে ভারতের গুপ্তচর সংস্থা র'। আর তাদের উভয়ের মাঝে যে সম্পর্ক আছে তাতো আমরা অনেকেই জানি।
যদি বাংলাদেশে র' এর ৬ লক্ষাধিক এজেন্ট থাকে তাহলে তো গড়ে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে র এর এজেন্ট থাকার কথা। হয়ত এমনও হতে পারে যেসব নেতানেত্রী এখন নিজেকে দেশপ্রেমিক হিসেবে আপনার সামনে নিজেকে পরিচয় দিচ্ছে এবং দেশের স্বাধীনতার ইজারা নেয়ার দাবি করছে তারাও র' এর এজেন্ট হিসেবে কাজ করছে যেমনটি করেছিল নবাব সিরাজুদ্দৌলার সময়কালে মীর জাফর।
এদেশীয় র' এর এজেন্টরা এদেশ থেকে ইসলামকে উৎখাত করার উদ্দেশ্য নিয়ে ইসলামের বিরুদ্ধে র' কে সাহায্য করে যাচ্ছে এবং দ্বিতিয়তঃ তারা দেশপ্রেমের ছদ্মবেশে তলে তলে দেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দেয়ার জন্য যা করা দরকার সবই করছে।
আমাদের দেশের বিমানবন্দর থেকে যদি র-এসে আসামি ধরে নিয়ে যায় তাহলে আমাদের স্বাধীনতা থাকল কোথায়??
এখন একটিই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে যে, আমরা কবে পুরোপুরি স্বাধীনতা ফিরে পাব?
বিষয়: বিবিধ
২৫৫৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিকই বলেছেন তারা আল্লামা সাঈদিকে সবচেয়ে বেশি ভয় পায় তার কন্ঠের জন্য। তাই এই কন্ঠ স্তব্ধ করার জন্য যা কিছু দরকার সবই তারা করবে।
দুঃখ হল, আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনা নিয়ে। পাকিদের বিরুদ্ধে ঘটনাস্থলেই চেতনা ফুলে উঠে কিন্তু দাদাদের ক্ষেত্রে এই চেতনা কোথায় হারিয়ে যায় বুঝলাম না।
এটাই বর্তমানে বাস্তবতা।
সাঈদী সাহেবকে সব ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন আমীন ।
পোস্টে প্লাস+++++++++++++++
অনেক ধন্যবাদ
জাযাকাল্লাহ খায়ের
তিনি তার হাত থেকে বাচার জন্য একটু সময় নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন। নামাজে থাকাকালীন মহিলা ভয়ে চিৎকার দিয়ে রুম থেকে পালিয়ে গিয়েছিল।
পরে মহিলা ইসলাম গ্রহণ করেছে ইসলামিক সেন্টারে গিয়ে এবং জানিয়েছে যে, তাকে মোসাদের পক্ষ থেকে পাঠানো হয়েছে তাকে মিস গাইড করার জন্য। তার কাছে অশ্লীল কাজে লিপ্ত না হলে তার বিরুদ্ধে অপবাদ দেয়া হবে। রুমের এক পাশ থেকে একটা সিংহ আসতে দেখে সে পালিয়ে গিয়েছিল।
জালেমের জুলুমের শাস্তি নাকি আল্লাহ তায়ালা দুনিয়ায়ই কিছুটা দেখিয়ে দেন। আমরা সেটার অপেক্ষায় রইলাম।
সাঈদী যদি এত বড় কাঁটাই হবে তাহলে তো তাকে নিয়ে অন্তত সপ্তাহ দুয়েকের জন্য '' সাঈদী মুক্তি মন্চ '' রচনা করার কথা তার ভক্তকূলের ।
যে সাঈদীর ওয়াজে নাকি অনেক লোক হত , আজ তার এই মিথ্যা বিচারে (!) কোথায় তার ভক্তকূল মন্চ বানিয়ে চিল্লাফাল্লা করবে , তা না করে বেঘোরে জান দিয়ে দিচ্ছে ।
শাহবাগীদের থেকে কি কিভাবে দাবী আদায় করিয়ে আনতে হয় এই অন্তত শিক্ষাটা কি তারা নিতে পারতো না !
মওলানা সাইদীর ক্ষেত্রে এমনটি হলে আল্লার শক্তিমত্তা যাচাই করার একটি সুযোগ ছিল। আল্লাহ কি পারেন্না সামান্য "র", মোসাদ, আওয়ামী লীগ, ইন্ডিয়া আর মুষ্টিমেয় নাস্তিকের হাত থেকে তারই পেয়ারে তাফসিরে কুরআন মওলানা সাইদীকে উদ্ধার করতে! সাইদীর ফাঁসি বানচাল করতে শিবির সেনাদের পেট্রল বোমা নিয়ে রাস্তায় নেমে আসতে হবে কেন! নাকি পুরো বিষয়টি বানোয়াট! আল্লাহ মুলত অক্ষম! যে কারনে নবীকে ঢাল-তোরওয়াল নিয়ে কাফেরদের বিরুদ্ধে নামতে হয়েছে, যে কারনে জেহাদে উদ্ভুদ্ধ করার জন্য নবী মানুষকে বিচিত্র সব লোভ লালসা দেখিয়ে নিজের দলে ভিড়াতে চেয়েছেন!!
মন্তব্য করতে লগইন করুন