সোনার ছেলেদের সোনার কর্মকান্ডে জাতি অতিষ্ঠ, মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে সামলাবেন কি ?

লিখেছেন লিখেছেন মোঃ নূরুজ্জামান ১৯ জানুয়ারি, ২০১৩, ০৯:১৯:২১ রাত

ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র প্রাণ গেল ১০ বছরের নিষ্পাপ শিশু রাব্বির । এলাকাবাসী ক্ষুদ্ব হয়ে ছাত্রলীগকে তাড়াতে গিয়ে বিভিন্ন হলে আগুন ধরিয়ে দেয় । হায়রে সোনার ছেলে, তোমরা শ্রেষ্ঠ বিদ্যাপিঠগুলোকে পরিণত করেছে সন্ত্রাসীদের অভয়ারণ্য । এটা কি তোমাদের আদর্শ ! মানুষ গড়ার কারিগরদেরকে তোমরা এসিড নিক্ষেপ করে সমস্ত জাতিকে করেছো কলঙ্ক । এট কি তোমাদের আদর্শ ! ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের বর্বর সন্ত্রাসী আক্রমন, বিশ্ব জিতের উপর চাপাতি লীগের আক্রমন জাতি ঘৃনার সাথে স্বরণ করে । মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, জাতি আপনার সোনার ছেলেদের তান্ডবে জাতি আজ অতিষ্ঠ । আপনারা কি ছাত্রলীগকে এসব অপকর্ম করার অপেন লাইসেন্স দিয়ে দিছেন ! না হলে কেন তারা এতো হিংস্র হলো, কার মদদে তারা এসব করে ? জাতি আজ জানতে চায় ।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সত্যিকার অর্থে সোনার বাংলা গড়তে চান, তাহলে আপনার সোনার ছেলেদেরকে সামলান । জাতি আর এসব হিংস্র কর্মকান্ড দেখতে চায় না ।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File