বিয়ে নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত কিছু কথা

লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ০৩ মার্চ, ২০১৪, ০৬:৪০:০৭ সন্ধ্যা

বিয়ে নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত কিছু কথা

টুডে ব্লগে বেশ জম্পেশ এক প্রতিযোগিতা শেষ হয়ে গেল দেখতে দেখতেই। বিষয় নির্বাচনটি ও ছিল মজার' বিয়ে’। চারদিক হতে এত লিখা পোষ্ট হচ্ছিল যে আমি তো ভয়ে লিখার কথা চিন্তাই করতে পারিনি। কিন্তু এ বিষয়ে সবার মজার মজার লিখা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কারোটি সামাজিক সমস্যা কেন্দ্রিক,আবার কারো ছিল নিজের ব্যক্তিগত জীবন হতে, আবার কেউ লিখেছেন রম্য এভাবে বিভিন্ন আঙ্গিকে। অনেক গুলো লিখা তো মনের মাঝে প্রচন্ড ভাবে দাগ কেটেছে। একটি মজার ব্যাপার লক্ষ্য করলাম ব্লগার ভাইদের পাশাপাশি ব্লগার বোনদের লিখার মান ও ছিল বেশ উন্নত মানের। আমি মনে করি এ কৃতিত্ব ব্লগারদেরই। মানে কিনা একজন ব্লগার ভাইয়ের লিখা একজন ব্লগার বোন যেভাবে সুন্দর মন নিয়ে পড়েন ও মূল্যায়ন করেন। ঠিক একই ভাবে একজন ব্লগার বোনের লিখা ও একজন ব্লগার ভাই তেমনি আন্তরিকতার সাথে মূল্যায়ন করেন। আর ব্লগের পরিবেশে এই ধরণের একটি সুন্দর আবহের কারণে সবার লিখার মান ও অনেক উন্নত হচ্ছে দিনের পর দিন। এই যে নতুন পুরনোকে বরণ করে নেয়া আন্তরিক ভালোবাসা দিয়ে। কিংবা নারী অথবা পুরুষ পরস্পর পরস্পরকে সম্মানের সাথে মূল্যায়নের যে সুন্দর আবহ টুডে ব্লগে আমার চোখে পড়লো এ কৃতিত্ব সব ব্লগারদেরই।

যাই হোক দেখতে দেখতে প্রতিযোগিতা শেষ হবার কিছু সময়ের ব্যবধানে আবার ফলাফল ঘোষণাও হয়ে গেল। এই জন্য মডারেটরকে ধন্যবাদ। একজন ব্লগার হিসেবে সবগুলো লিখা পড়ার কারণে আমার মনে হল সেরা লিখা নির্বাচনের ক্ষেত্রে- সুন্দর কাহিনী নির্মাণ, নতুন শব্দ বুনন, ভাষার ব্যবহার, লিখার সাহিত্য মানকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করেছেন মডারেটর। নির্বাচনের এই পদ্ধতি যদি ব্লগ কর্তৃপক্ষ বরাবরই ধরে রাখেন আমি মনে করি আগামী দিনে বেশ কিছু কথা সাহিত্যিক তৈরী হবে নিঃসন্দেহে। আর নির্বাচনের এই ধারাকে ধরে রাখতে গিয়ে মডারেটর যেভাবে নতুন কিছু ব্লগারকে ও তুলে এনেছেন এই ভূমিকা আমাকে বিস্মিত করেছে। কেননা এর ফলে নতুনদের অবহেলা পাওয়ার মত অভিযোগ করার কোন অবকাশ থাকলো না। আর সর্বোপরি এক ঝাঁক কলম সৈনিক তৈরীর শ্লোগান কোন পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষ বলয় ধরে এগিয়ে চলছে দেখে আমার নিজের কাছে ও স্বস্তি লাগলো।

পরিশেষে বলবো লিখা নির্বাচনে ব্লগারদের প্রতি নিজেদের ভালোলাগা প্রকাশের বহিঃপ্রকাশ হিসেবে মডারেটর যে ভাবে সেরা ৩ এর গতানুগতিক নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে সেরা ১০ নির্বাচন করে অনেককে সুযোগ দিলেন তাতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। শুধু তাই নয় ব্লগ কর্তৃপক্ষ ব্লগ পরিবারের সদস্যদের প্রতি চুড়ান্ত ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের সবাইর লিখা গুলো নিয়ে ই-বুক আকারে প্রকাশের যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমাদের সব ব্লগারদের পক্ষ হতে মডারেটরকে অনেক অনেক ধন্যবাদ।

সরকারের উপর্যুপরি আক্রমনে টম আর জেরী ক্যটের মত পাল্টাপাল্টি অবস্থায় ব্লগ বন্ধ আবার খোলা এই নাজুক পরিস্থিতির মাঝে ও এক ঝাঁক কলম সৈনিক তৈরীর প্রত্যয় নিয়ে টুডে ব্লগ যেভাবে ব্লগারদের জন্য প্রতিযোগিতা ও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের মত বলিষ্ঠ পদক্ষেপ রাখলেন তাতে আমরা সব ব্লগাররাই অনুপ্রাণিত বোধ করছি। আগামীতে এ ধরণের প্রতিযোগিতা আরো আয়োজন করা হোক এই দাবীই থাকলো ব্লগ কর্তৃপক্ষের প্রতি।

বিষয়: বিবিধ

১৭৮১ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186186
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফলাফল বুঝি না অংশ নেওয়া হলো আসল।
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:৪৮
137986
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : জ্বি ভাই এটাই কিন্তু আসল কথা। সময়ের গায়ে দাগ রেখে যাওয়া।
186187
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সুন্দর বিশ্লেষণ। আমিও আপনার সাথে একমত। ব্লগ লেখক হিসেবে ব্লগার নতুন হলেও গল্প লেখক হিসেবে তাকে আমি অনেক পরিণতই বলবো। এত সুন্দর কথামালা আর পোক্ত গাঁথুনি আমি খুব কমই পড়েছি।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:০৩
138008
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বেশ সুন্দর করে বললেন। প্রতিভা সুপ্ত অবস্থায় অনেকের মাঝে থাকে। টুডে ব্লগের মাধ্যমে তা আলোয় বেরিয়ে এসেছে।
186188
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়ের গল্প নিয়ে সেরা লিখাগুলো নিয়ে একটি-ই-বুক পাবই ইনশাআল্লাহ। আশাকরি আগামীতে আরো বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতা হবে। তাতে অংশগ্রহন করে প্রথমবারের মত সেরা দশজনে থাকতে না পারলেও সেরা বিশে থাকার চেষ্টা করব।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:০৫
138009
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বাহ এই ভাবে ভাবছেন কেন? আমি তো মনে করি সেরা তিনে থাকার টার্গেট রাখা উচিত আপনার। কেন আমার তো মনে হয় আগের চাইতে আপনার লিখা মাশাআল্লাহ অনেক ইমপ্রুভ করেছে।
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
138265
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাদের দোয়া থাকলে আরো ভাল করব ইনশাআল্লাহ।
186195
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আবু সাইফ লিখেছেন : অ সা ধা র ণ ! ! !
জাযাকিল্লাহ আপু,
আপনার মূল্যায়ন সত্যিই খুব সুন্দর!
যেন সবার মনের কথাই বলেছেন!!
০৩ মার্চ ২০১৪ রাত ১০:০৭
138010
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : নাহ ভাই শুধু শুধুই লজ্জা দিচ্ছেন। সবার মনের কথা গুলো আমি সবার মধ্যকার একজন হয়ে তুলে ধরেছি মাত্র।
186196
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
গেরিলা লিখেছেন : আবু সাইফ লিখেছেন : অ সা ধা র ণ ! ! !
জাযাকিল্লাহ আপু,
আপনার মূল্যায়ন সত্যিই খুব সুন্দর!
যেন সবার মনের কথাই বলেছেন!!
০৩ মার্চ ২০১৪ রাত ১০:০৭
138011
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : হুম
186197
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
আওণ রাহ'বার লিখেছেন : সত্যিই আপু আপনার লিখাটি বেশ অনুপ্রেরনা যোগালো।
বেশ ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ আপনাকে।
Good Luck Good Luck আপু আমিও অংশগ্রহন করেছি। এবং একটি গল্পও লিখেছি আলহামদুলিল্লাহ। প্রতিযোগীতার কারনে লিখাটি সম্ভব হয়েছে তা না হলে ইহ জনমে সম্ভব হতো কিনা জানিনা।
তাই ব্লগ কর্তৃপক্ষ এর কাছে কৃতজ্ঞতা।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:১১
138013
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আসলে এভাবেই এগুনো যায়। আমি নিজে যদিও স্কুল জীবন হতেই লিখছি। কিন্তু তারপর ও বলবো 'যায় যায় দিন'এর এই ধরণের বিষয় ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার আমাকে উৎসাহিত করেছে অনেক বেশী। যার ফলশ্রুতিতে পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ,ম্যাগাজিন হয়ে বই প্রকাশ করার মত সাহস তৈরী হয়েছে।
186198
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সুন্দর বলেছেন । আসলেই টুডে ব্লগের মডুগন ব্লগার ব্যাপারে আন্তরিক।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:১২
138014
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার লিখা আমার খুব ভালো লেগেছে।
186200
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : এত সুন্দর কথামালা আর পোক্ত গাঁথুনি আমি খুব কমই পড়েছি। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:১৪
138015
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আহারে আপনি বেচারা...। থাক দুঃখ করবেন না ভাই। আমরা সাথে আছি। আগামীতে নিশ্চয়ই বিজয়ীদের কাতারে আপনাকে পাবো সেই দোয়া করছি।
186203
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটাই তো বিয়ের গল্প এর মত একটা পোষ্ট।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ মার্চ ২০১৪ রাত ১০:১৭
138016
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আমার মনে হয় প্রতিটি প্রতিযোগিতার পর যদি লিখার মান, বিচারের দৃষ্টি ভঙ্গি এ সব বিষয়গুলোর উপর খানিকটা কলম ধরা যায় তাহলে অনেকেই কিছু দিক নির্দেশিকা পান। মডারেটর ভাইরা হয়তো ব্যস্ততার জন্য বিষয়টি এড়িয়ে গেছেন।তাই আমি ব্লগারদের পক্ষ হতেই নিজস্ব মতামত জানালাম।
১০
186276
০৩ মার্চ ২০১৪ রাত ১০:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : খুব সুন্দর বিশ্লেষণ করেছেন আপু। ধন্যবাদ আপনাকে Rose Rose Rose
০৩ মার্চ ২০১৪ রাত ১০:১৯
138019
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভালো থাকুন।
১১
186317
০৪ মার্চ ২০১৪ রাত ১২:২৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমি কই???
০৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
138294
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আগে মিষ্টি খাওয়ান। তারপর বলবো আপনি কই?
০৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৭
138299
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হা আমি কই আমি জানি? বলবোনা মিস্টী খাওইয়ানোর ভয়ে
১২
186392
০৪ মার্চ ২০১৪ সকাল ০৫:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লিখা কোন গল্প কিন্তু পাইনি।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
138297
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আসলে আমি একটু খামখেয়ালি টাইপ মানুষ। ইচ্ছে হলে লিখি। আর ইচ্ছে না হলে পানকৌড়ির মত ডুব মেরে থাকি।সব সময় ভাবি আগের মত রেগুলার হয়ে যাবো। কিন্তু তা আর হয়ে উঠে না।দোয়া করবেন যেন এই অলসতার ঘোর কাটিয়ে উঠতে পারি।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
138355
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদেরকে ভালো ভালো লেখা থেকে বঞ্চিত করছেন এই জন্য দায়ি হয়ে থাকবেন যে।
১৩
186650
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৮
আবু আশফাক লিখেছেন : টম ও জেরির মতো পথ চলার পরও টুডে'র প্রতি ব্লগারদের ভালোবাসা সত্যিই দেখার মতো।
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৩
138717
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আলহামদুলিল্লাহ! সত্যিই লিখেছেন। দোয়া করি আমরা সবাই মিলে যেন এই ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি।
১৪
186797
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:২৫
জেদ্দাবাসী লিখেছেন : "আর নির্বাচনের এই ধারাকে ধরে রাখতে গিয়ে মডারেটর যেভাবে নতুন কিছু ব্লগারকে ও তুলে এনেছেন এই ভূমিকা আমাকে বিস্মিত করেছে।" আপনার সাথে একমত ।

ধন্যবাদ
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৪
138718
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই সহমত প্রকাশের জন্য।
১৫
186807
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫০
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহ।ভাল লিখেছেন।
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৪
138719
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ ভাই।
১৬
186916
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ফলাফল বুঝি না ।আলহামদুলিল্লাহ অংশ নিয়েছি। Rose Rose Rose Rose Rose Rose Rose
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৫
138721
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : জ্বি ভাই আসলেও তাই। এমনি করেই লিখার মধ্য দিয়ে একজন লেখক সময়ের গায়ে ছাপ ফেলে যান।
১৭
186973
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:১৬
ভিশু লিখেছেন : একটি পর্যালোচনাও এত সুন্দর করে লিখলেন?! মাশাআল্লাহ! যাঁরা রাঁধতে পারেন, তাঁরা চুলও বাঁধতে পারেন, পারেন মালা গাঁথতেও, ছিঁড়ে যাওয়াটা জোড়া লাগাতেও, পরাতেও, পরতেও...Angel শুকরিয়া শ্রদ্ধেয়া নোরা ম্যাডাম... Praying Good Luck Happy Rose
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৯
138723
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : হুম নতুন নামকরণের জন্য আকিকা খেতে না চাইলেই হল। পরিছন্ন বিষয়বস্তু কেন্দ্রিক গল্পের জাল বোনা। একটি সুন্দর সমাজ গঠনে এর বিকল্প নেই। আপনার জেলগেটে এসো আংটি পরাবো আমার মনে ভীষণ দাগ কেটেছে। আশা করি নিয়মিত লিখবেন। আপনার গল্প লিখার হাত বেশ ভালো।
১৮
186982
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:৩০
রাবেয়া রোশনি লিখেছেন : অনেক সুন্দর পর্যালোচনা । ভালো লাগলো আপু Rose Rose Happy
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০০
138724
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ বোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File