বিয়ে নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত কিছু কথা
লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ০৩ মার্চ, ২০১৪, ০৬:৪০:০৭ সন্ধ্যা
বিয়ে নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত কিছু কথা
টুডে ব্লগে বেশ জম্পেশ এক প্রতিযোগিতা শেষ হয়ে গেল দেখতে দেখতেই। বিষয় নির্বাচনটি ও ছিল মজার' বিয়ে’। চারদিক হতে এত লিখা পোষ্ট হচ্ছিল যে আমি তো ভয়ে লিখার কথা চিন্তাই করতে পারিনি। কিন্তু এ বিষয়ে সবার মজার মজার লিখা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কারোটি সামাজিক সমস্যা কেন্দ্রিক,আবার কারো ছিল নিজের ব্যক্তিগত জীবন হতে, আবার কেউ লিখেছেন রম্য এভাবে বিভিন্ন আঙ্গিকে। অনেক গুলো লিখা তো মনের মাঝে প্রচন্ড ভাবে দাগ কেটেছে। একটি মজার ব্যাপার লক্ষ্য করলাম ব্লগার ভাইদের পাশাপাশি ব্লগার বোনদের লিখার মান ও ছিল বেশ উন্নত মানের। আমি মনে করি এ কৃতিত্ব ব্লগারদেরই। মানে কিনা একজন ব্লগার ভাইয়ের লিখা একজন ব্লগার বোন যেভাবে সুন্দর মন নিয়ে পড়েন ও মূল্যায়ন করেন। ঠিক একই ভাবে একজন ব্লগার বোনের লিখা ও একজন ব্লগার ভাই তেমনি আন্তরিকতার সাথে মূল্যায়ন করেন। আর ব্লগের পরিবেশে এই ধরণের একটি সুন্দর আবহের কারণে সবার লিখার মান ও অনেক উন্নত হচ্ছে দিনের পর দিন। এই যে নতুন পুরনোকে বরণ করে নেয়া আন্তরিক ভালোবাসা দিয়ে। কিংবা নারী অথবা পুরুষ পরস্পর পরস্পরকে সম্মানের সাথে মূল্যায়নের যে সুন্দর আবহ টুডে ব্লগে আমার চোখে পড়লো এ কৃতিত্ব সব ব্লগারদেরই।
যাই হোক দেখতে দেখতে প্রতিযোগিতা শেষ হবার কিছু সময়ের ব্যবধানে আবার ফলাফল ঘোষণাও হয়ে গেল। এই জন্য মডারেটরকে ধন্যবাদ। একজন ব্লগার হিসেবে সবগুলো লিখা পড়ার কারণে আমার মনে হল সেরা লিখা নির্বাচনের ক্ষেত্রে- সুন্দর কাহিনী নির্মাণ, নতুন শব্দ বুনন, ভাষার ব্যবহার, লিখার সাহিত্য মানকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করেছেন মডারেটর। নির্বাচনের এই পদ্ধতি যদি ব্লগ কর্তৃপক্ষ বরাবরই ধরে রাখেন আমি মনে করি আগামী দিনে বেশ কিছু কথা সাহিত্যিক তৈরী হবে নিঃসন্দেহে। আর নির্বাচনের এই ধারাকে ধরে রাখতে গিয়ে মডারেটর যেভাবে নতুন কিছু ব্লগারকে ও তুলে এনেছেন এই ভূমিকা আমাকে বিস্মিত করেছে। কেননা এর ফলে নতুনদের অবহেলা পাওয়ার মত অভিযোগ করার কোন অবকাশ থাকলো না। আর সর্বোপরি এক ঝাঁক কলম সৈনিক তৈরীর শ্লোগান কোন পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষ বলয় ধরে এগিয়ে চলছে দেখে আমার নিজের কাছে ও স্বস্তি লাগলো।
পরিশেষে বলবো লিখা নির্বাচনে ব্লগারদের প্রতি নিজেদের ভালোলাগা প্রকাশের বহিঃপ্রকাশ হিসেবে মডারেটর যে ভাবে সেরা ৩ এর গতানুগতিক নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে সেরা ১০ নির্বাচন করে অনেককে সুযোগ দিলেন তাতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। শুধু তাই নয় ব্লগ কর্তৃপক্ষ ব্লগ পরিবারের সদস্যদের প্রতি চুড়ান্ত ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের সবাইর লিখা গুলো নিয়ে ই-বুক আকারে প্রকাশের যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমাদের সব ব্লগারদের পক্ষ হতে মডারেটরকে অনেক অনেক ধন্যবাদ।
সরকারের উপর্যুপরি আক্রমনে টম আর জেরী ক্যটের মত পাল্টাপাল্টি অবস্থায় ব্লগ বন্ধ আবার খোলা এই নাজুক পরিস্থিতির মাঝে ও এক ঝাঁক কলম সৈনিক তৈরীর প্রত্যয় নিয়ে টুডে ব্লগ যেভাবে ব্লগারদের জন্য প্রতিযোগিতা ও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের মত বলিষ্ঠ পদক্ষেপ রাখলেন তাতে আমরা সব ব্লগাররাই অনুপ্রাণিত বোধ করছি। আগামীতে এ ধরণের প্রতিযোগিতা আরো আয়োজন করা হোক এই দাবীই থাকলো ব্লগ কর্তৃপক্ষের প্রতি।
বিষয়: বিবিধ
১৭৮১ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকিল্লাহ আপু,
আপনার মূল্যায়ন সত্যিই খুব সুন্দর!
যেন সবার মনের কথাই বলেছেন!!
জাযাকিল্লাহ আপু,
আপনার মূল্যায়ন সত্যিই খুব সুন্দর!
যেন সবার মনের কথাই বলেছেন!!
বেশ ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আমিও অংশগ্রহন করেছি। এবং একটি গল্পও লিখেছি আলহামদুলিল্লাহ। প্রতিযোগীতার কারনে লিখাটি সম্ভব হয়েছে তা না হলে ইহ জনমে সম্ভব হতো কিনা জানিনা।
তাই ব্লগ কর্তৃপক্ষ এর কাছে কৃতজ্ঞতা।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন