আমার অদক্ষ হাতে ফল সবজিতে করা কিছু রকমারী ফুল
লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৭:০৪ রাত
আমি খুব প্রকৃতিপ্রেমী। গাছ, ফুল, নদী, পাহাড় আমার ভীষণ প্রিয়। ছোটবেলা ফজরের নামাজের পর আম্মার হাতে লাগানো রকমারী ফুলের সান্নিধ্যের লোভে প্রতি ভোরে ছাদে উঠতাম। আর এসে বর্ণনা দিতাম কোন বাচ্চা কুঁড়িটি কেমন করে উঁকি দিচ্ছে পৃথিবীকে দেখার লোভে। প্রস্ফুটিত ফুল গুলো কি করে লাজনম্র ভঙ্গিতে ঝুঁকে পড়ে শুকরিয়া জানাচ্ছে এই সৌন্দর্যের স্রষ্টাকে। আমার আম্মা হেসে বলতেন- তোমাকে ফুল বাগানে বেঁধে রাখতে হবে।
আজ দেশ ছুট প্রবাসী আমি। সময়ের ফাঁক গলে কেটে গেল কত কত সময় বেলা শেষের দীর্ঘশ্বাস নিয়ে। দেশের প্রতি সুতীব্র আকুতি আমাকে কখনো কোন উন্নত দেশের নাগরিক হতে প্রলুব্ধ করেনা। শুধু জানি একদিন ফিরে যাবো নিজ মাটি আর মানুষের কাছে। আবারো মুখোমুখি হবো সকালের শিশির স্নাত প্রিয় শিউলির। মল্লিকা ফুলেরা অভিবাদন জানিয়ে বলবে- হে প্রিয়, সোনার বাংলায় তোমায় সুস্বাগতম। জানিনা সে সময় সত্যি কখন আসবে?
তাই মাঝে মাঝে দুধের স্বাদ ঘোলে মিটানোর চেষ্টা করি। মাঝে মাঝে ছবি আঁকি। ওমা শেষ করে দেখি শুধু ফুল বা প্রকৃতিই এঁকেছি। মাঝে মাঝে মাটির কিছু শোপিস গড়ি। তাও সবই ফুল আর প্রকৃতি। মাঝে মাঝে ফল সবজিতে কিছু কারুকাজ করি। তাও হয়ে যায় সব ফুল,পাতা
আজ পাঠকদের জন্য আমার কিছু আনাড়ি হাতের কার্ভিং এর ছবি দিলাম । আরো অনেক গুলো ছবি আমার ক্লাস এইটে পড়ুয়া বড় মেয়েটি একটি ভিডিও করে ইউটিউবে দিয়েছে । কারো মন চাইলে দেখতে পারেন। লিংকটি দিলাম- https://www.youtube.com/watch?v=5rtFxsBiLfs
বিষয়: বিবিধ
৪৪৭৮ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ফুল ই আমার ভাল লাগে। কারন আসল ফুলে আমার এলার্জি আছে। খেতেও ভাল!
খুবই সুন্দর হয়েছে আপু, মাশাল্লাহ!
আমার তো তাকিয়েই থাকতে ইচ্ছে করবে, খাব কি করে?
ইউটিউবেও দেখলাম। আপনার মেয়েটিকেও সম্ভবত দেখলাম। আপলোডকৃত অন্যান্য ভিডিও দেখলাম, সিলেটি ভাষায় বাচ্চারটিও ভালো লাগলো। ধন্যবাদ।
ইউটিউবেও দেখলাম। আপনার মেয়েটিকেও সম্ভবত দেখলাম। আপনার মেয়েটি খুব সুন্দর। আপলোডকৃত ভিডিও খুব ভালো লেগেছে।
জেদ্দা যাওয়াও হলোনা, আর আপনার নিপূন হাতের এই সুন্দর সুন্দর পরিবেশনার স্বাদ ও নেয়া হলোনা.....
মাআস্ সালাম।
আপনাদের মত মানুষদের জন্যই বোধহয় বাংলাভাষায় 'সর্বগুণে গুণান্বিতা' শব্দটির উদ্ভব হয়েছে
মন্তব্য করতে লগইন করুন