হে নতুন তোমায় সুস্বাগতম
লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ০২ জানুয়ারি, ২০১৩, ১২:৩৫:০০ রাত
ব্যথিত হৃদয়ের কার্নিশ ছুঁয়ে হেঁটে চলি আনমনে
সিক্ত গালের আদ্রতা লবনাক্ত অনুভূতি জাগায় ঠোঁটের উঠোনে
সময়ের বৈরী হাওয়ার শব্দময় শরীরে আজ কেবলি রোদন ধ্বনি
ফেরারী স্বপ্নদের আস্তাকুঁড়ে শুনি নবজাতক স্বপ্নের আগমনী
কষ্টের নীল ঠেলে সহসা উঁকি দেয় নতুন শতকের ধ্বনি
- হে নতুন তোমাকে সুস্বাগতম।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন