যদি তুমি বৃষ্টি হও
লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ০৬ জানুয়ারি, ২০১৩, ১১:৩৩:০৫ রাত
যদি তুমি বৃষ্টি হও
সেই বৃষ্টিতে সিক্ত হব।
যদি তুমি রোদ হও
সেই রোদেতে দগ্ধ হবো।
যদি তুমি নিশিতে নিশতব্দ হও
সেই নিশতব্দতা ভাঙ্গবো আমি।
যদি তুমি প্রেম তরী হও
সেই তরীর মাঝি হবো।
আর যদি তুমি প্রেম হও
সেই প্রেমের প্রেমিক হবো।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন