তুমি বহু দুরে

লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ০১ জানুয়ারি, ২০১৩, ১০:১৬:৪৬ রাত

দুরে বহু দুরে

তুমি ছিলে মনের মন্দিরে

স্বপ্ন জানালায় স্বপ্ন পরীর

মত।

নতুবা হ্রদয়ে ভালবাসার

খাঁচার মাঝে মুক্ত পাখির

মত।

ভোরে কিংবা সন্ধায় উড়ে

এসে অজান্তে নিয়মিত হবে,

আবার উড়ে যাবে।ভাবিনি

এত।

বিচ্ছেদের বিরহে তাই এই

জীবন পাখীকে ইচ্ছে করে

তার গ্রাসী হাতে হইতে

নত।

পরপারে কিভাবে আছ tumi?

জানিতে খুব ইচ্ছে tumi

শত।

তোমার কাছে তোমার মত করে

চলে যেতে, বল- অপেক্ষা আর

কত।

.................somudro soikot

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File