কোথায় যাচ্ছে দেশ ? মানবতা বিরোধী বিচার চলছে,না মানবধিকার ধ্বংসযজ্ঞ চলছে ?
লিখেছেন লিখেছেন সোহরাব ১১ মার্চ, ২০১৩, ০৫:১২:৫৬ সকাল
বাংলাদেশে এমন কোন মানুষ নেই, যারা যুদ্ধাপরাধিদের বিচার চায় না হোক সে জামাত শিবির সমর্থক। কিন্তু সবাই চায় বিচারটা হোক সুষ্ট,নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। বর্তমান সরকার সত্যি যদি যুদ্ধাপরাধিদের বিচার চাইত তাহলে নিরপেক্ষ বিচার করতে সমস্যা কোথায় ? এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। সম্প্রীতি সাইদী সাহেবের মামলা পর্যবেক্ষণ করতে গিয়ে লন্ডনেThe Bar Human Rights Committee সরাসরি বলেছে এই ট্রাইব্যুনাল এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে ।এখন আমার প্রশ্ন হচ্ছে এরা কি জামাত শিবির এর সমর্থক? মানবধিকার সংস্থাগুলি বারবার এ ট্রাইবুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এবার আসুন সাইদী সাহেবের মামলা পর্যালোচনা করা যাক। সাইদী সাহেবের বিরুদ্ধে ২০ টি অভিযোগ আনা হয় তার মধ্যে দুটি মামলায় উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় । সেই দুটি মামলা হল ইব্রাহিম কুট্টি ও বিশাবালি হত্যাকাণ্ড। ১৯৭২ সালের জুন মাসে ইব্রাহিম কুট্টির স্ত্রী তার স্বামীর হত্যাকারীদের বিরুদ্ধে একটি মামলা করেন,সেখানে সাইদী সাহেবের নাম নেই। এখন প্রশ্ন হচ্ছে যার স্বামী মারা গেল তিনি জানেন না কে তার স্বামীকে হত্যা করেছে কিন্তু ৪০ বছর পর অন্য মানুষ জানে কারা তার স্বামীকে হত্যা করেছিল ? সত্যি এ এক আজব দেশ !!! এটা বুঝার জন্য বড় আইনবিদ হওয়ার প্রয়োজন নেই। সাধারন বিবেক বুদ্ধি দিয়ে দেখলেই বুঝা যায়। আর বিশাবালি হত্যাকাণ্ডের এক মাত্র প্রত্তক্ষ সাক্ষীকে তো সরকার পক্ষ গুম করে দিয়ছে!! আল্লাহ ভাল জানেন এই বেচারা এখন কতাই আছেন, কিভাবে আছেন কিংবা আদো বেঁচে আছেন কিনা ? কিন্তু গুম হওয়ার আগে তিনি টেলিভিশন এ বলে গিয়ছেন সাইদী সাহেব বিশাবালিকে হত্যা করেন নি । সত্যি বড় এক আজব দেশে আছি যে দেশে মানবধিকার একটি জাতির জন্য !!!
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন