জমির চাচা VS ডিজিটাল রাজনীতিবীদরা !!
লিখেছেন লিখেছেন হাজার বছর ধরে ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৮:১৬ রাত
আমাদের গ্রামের জমির চাচা,
ষাট বছর বয়সের জীবনে ভিবিন্ন সময়ে মোট পাঁচটি বিয়ে করেছেন ।তো পাঁচ স্ত্রীর মধ্যে তিন জনই ছিলো ঝগড়াটে,শুধু ঘরে নয় সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া লেগে থাকতো তাদের। অশান্তির সংসারে শান্তি ফিরিয়ে আনতে চাচা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করতেন।
যেমন,
১,যে বউ বেশী ঝগড়াটে ছিলো তাকে উত্তম মাধ্যম দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন।
২,বাকি দুইজনকে মাঝে মধ্যে হালকা উত্তম মাধ্যম দিয়ে তাদের মুখ সামলিয়ে রাখতেন।
.......উত্তম-মাধ্যম খেয়ে এক সময় চাচীরা তাদের ভূল স্বীকার করে চাচার কাছে ক্ষমা চেয়ে নিলেন,আর চাচা এখন পাঁচ বিবি নিয়ে শান্তিতেই আছেন।
এখন,
জমির চাচার জীবনী থেকে যা শিখলাম,সংবিধান অনুযায়ী জনগণ সরকারের গোলাম নয় বরং সরকার জনগণের গোলাম,তাই রাজনীতির ময়দানে যে সব বাঁচালের কারণে অশান্তি লেগে আছে তাদের মধ্যে,
১,যারা অতি মাত্রায় বাঁচাল,রাজনীতি বীদদের মধ্যে দ্বন্দ লাগানোই যাদের কাজ,দেশের ক্ষতি সাধানে যারা সরাসরি লিপ্ত তাদেরকে উত্তম-মাধ্যম দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে।
২,দ্বিতীয় ক্যাটা গড়ির ক্যাচল বাজ বাচালদের সব সময় মাইরের উপর রাখতে হবে।
চাচার পন্হা অবলম্ভন করে নষ্ট রাজনীতিবীদদের সব সময় মাইরের উপর রখলে একসময় চাচীদের মত তারেল লাহন সোজা হয়ে যাবে।
[বিঃ দ্রঃ- শীগ্রই নিকের নাম পরিবর্তন করে sb তে ব্যবহ্নত "সুখে থাকতে ভূতে কিলায়" নামে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি]
বিষয়: রাজনীতি
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন