একুশ আসুক
লিখেছেন লিখেছেন শান্তিপ্রিয় ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৯:৪৬ দুপুর
তিনটি বর্ণের একটি শব্দ, একুশ তারি নাম,
এই শব্দটি অশ্রু ঝড়ায়, আজো অবিরাম।
কেন ঝড়ে বাবার চোখে, মায়ের কপোল বেয়ে,
কেন তারা সন্তান হারা, নেইনি খবর যেয়ে।
একুশ এলে সবাই মিলে, নগ্ন পায়ে চলি,
মিছিল মিটিং বক্তৃতাতে কতই কথা বলি।
ফুলে ফুলে শহিদ মিনার, ফুলের পাহাড় গড়ি,
দিনের শেষে সন্ধ্যা এলে, আর কি কভু স্মরি।
রফিক, শফিক, ছালাম, বরকত, অজানা আজ যারা,
অশ্রু ঝড়ে পিতা মাতার, আজো কোথায় তারা।
কত কষ্টে স্বজনেরা কাটায়, দিবারাত,
আমরা থাকি অট্টালিকায়, ঝুটে না তাদের ভাত।
সেই খবর কি আছে জানা, তোমার আমার কারো,
কেন তাদের এই অবস্থা, বলতে কি-তা পারো।
কথা কাজে মিল রাখেনা, গলা বাজি সার,
একুশ এলে, একুশ গেলে, কে লয় খবর র্কা
ফুল-কথাতে পেট ভরে না, থাকলে গায়ে চীর,
একুশ আসে ওদের দ্বারে, ঝড়ায় চোখের নীর।
ওরা চায় পেট ভরা ভাত, সুখে বসবাস,
আর না হলে একুশ হবে বড়ই উপহাস।
একুশ আসুক সবার কাছে, হয়ে পরম সুখ,
দুঃখ কষ্ট লাগব করে, ফুটুক হাসি মুখ।
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন