ধর্ষণ মামলায় আজ চার্জশিট পেশ
লিখেছেন লিখেছেন কুমারেষ ০৩ জানুয়ারি, ২০১৩, ০৪:৫০:৩৪ বিকাল
দক্ষিণ দিল্লির সাকেতের ফাস্ট ট্র্যাক আদালতে আজ দিল্লি গণধর্ষণকাণ্ডের চার্জশিট পেশ করবে পুলিশ৷ আদালতে বিচার চলাকালে পুলিশ অভিযুক্তদের মৃত্যুদণ্ড চাইবে৷ ইতিমধ্যে এই ঘটনার অভিযুক্তদের হয়ে মামলা লড়তে অস্বীকার করেছে সাকেত বার অ্যাসোসিয়েশন৷ ওই বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবীই অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন৷
পুলিশ সূত্রের খবর, হাজার পাতার চার্জশিটে ওই দিনের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে৷।এরমধ্যে মূল চার্জশিটটি ৫০ পাতার ৷ এরসঙ্গে থাকছে সংযোজন।চার্জশিটে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর রাতে বাসে নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন ওই ছাত্রী৷ তাই তাঁকে ব্যাপক মারধর করা হয়৷ নিগ্রহের পর ওই ছাত্রী ও তাঁর বন্ধুকে বাস থেকে ছুড়ে ফেলে দিয়ে চাকার তলায় পিষে দেওয়ার চেষ্টাও হয়৷ যদিও, কোনও রকমে ওই ছাত্রীকে বাঁচিয়ে দেন তাঁর বন্ধু৷
চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের অভিযোগ, গণধর্ষণ, অপহরণ, লুঠের অভিযোগ আনা হয়েছে৷ চার্জশিটে মৃত তরুণী ও তাঁর বন্ধুর বয়ান নথিভুক্ত করা হয়েছে৷ আদালতে মামলার মূল সাক্ষী ওই তরুণীর বন্ধু৷ উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে নির্মম অত্যাচার চালিয়ে গণধর্ষণ করা হয় ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে৷ তার বন্ধুকেও মারধর করা হয়।৷ দিল্লির সফদরজঙ হাসপাতালে ভর্তি করা হয় ওই ছাত্রীকে৷ পরে সিঙ্গাপুরের হাসপাতালে তাঁকে নিয়ে ।যাওয়া হয়৷ সেখানেই থেমে যায় তাঁর ১৩ দিনের লড়াই৷ মামলায় সিঙ্গাপুরের যে চিকিত্সক তরুনীর দেহের ময়নাতদন্ত করেছিলেন এবং ভারতীয় মিশনের পক্ষে যিনি তরুণীর ডেথ সার্টিফিকেট নিয়েছিলেন, সেই আধিকারিককে সাক্ষী করতে চাইছে পুলিশ
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন