ছাত্রদলের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

লিখেছেন লিখেছেন কুমারেষ ০১ জানুয়ারি, ২০১৩, ০৩:১১:১৪ দুপুর

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। ওই সময় কাজী আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে সংগঠনটি। গতকাল রাত ১২টা ১ মিনিটে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশের পর সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলমাকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন সংগঠনের নেতা-কর্মীরা।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File