সৎ নেতৃত্বের সুফল ও অসৎ নেতৃত্বের কুফল
লিখেছেন লিখেছেন বিন রফিক ১৫ মার্চ, ২০১৩, ১০:১৬:২০ রাত
মানব জীবনের বিভিন্ন দিক ও বিভাগ যেমন আইন, প্রশান প্রভৃতি যতদিন অসৎ, চরিত্রহীন , খোদাদ্রোহী চরিত্র ও আদর্শহীন লোকদের করায়ত্ব থাকবে ততদিন ইসলামের সুফল ভোগ করা যাবে না। সমাজ থেকে অন্যায়, অবিচার এবং মানুষে মানুষে ভেদাভেদ দূরও হবে না। শুধু ভাল কথা প্রচার করে একটা সমাজকে ’ভাল’-তে রূপা্ন্তর করা যাবে না।
আজাদী আন্দোলনে আলেম সমাজের ভূমিকা বইয়ে লেখক জুলফিকার আহমদ কিসমতী বলেছেন-
“৫ ইঞ্চি পাইপ দিয়ে ময়লা ছড়ানো হলে কোয়ার্টার ইঞ্চি পাইপ দিয়ে আতর ছিটানোতে কখনো দুর্গন্ধ দূর করা সম্ভব নয়। আগে ৫ ইঞ্চি পাইপের উৎস মুখ বন্ধ করতে হবে।”
ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইয়ে লেখক এ সম্পর্কে যা বলেছেন তা মোটামুটি এরকম-
অসৎ নেতৃত্বের কুফল
১. মানব সমাজ ব্যাবস্থা অন্যায় এবং অসৎ পথে পরিচালিত হবে।
২. অন্যায় ও পাপ ফুলে ফুলে বিকশিত হবে।
৩. রীতি নীতি, আচার অনুষ্ঠান বিপর্যস্ত হবে।
৪. সৎ পথে চলাই নয়, এ পথে দাঁড়িয়ে থাকাই কঠিন হবে।
সৎ নেতৃত্বের সুফল
১. কল্যাণ কাজের ব্যাপক প্রসার হবে
২. অসৎ লোকগুলো সৎ থাকতে বাধ্য হবে।
৩. সমাজে অন্যায় অবিচার নিঃশেষ না হলেও ফুলে ফুলে বিকশিত হবে না।
৪. মানব সমাজ ব্যাবস্হা আল্লাহ কতৃক ব্যাপক সত্যের উপর প্রতিষ্ঠিত হব
Click this link
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন