কুরআন অধ্যয়নে সমস্যা ও সমাধানের উপায়

লিখেছেন লিখেছেন বিন রফিক ২৮ জুলাই, ২০১৩, ১১:২৬:০৩ সকাল

কুরআন অধ্যয়নে সমস্যাঃ

১. অন্যান্য সাধারণ গ্রন্থের ন্যায় মনে করা

২. কুরআন নাজিলে ঘটনা বা প্রাসঙ্গিক প্রেক্ষাপট না জানা।

৩. একই বিষয়ের বারবার উল্লেখ থাকা।

৪. নাসেখ-মানসুখ না জানা

৫. কোন বিষয়-সূচী না থাকা

৬. ওহীর ভাষা না বুঝা

৭. রাসুলের বিপ্লবী জীবন না জানা।

৮. ধারাবাহিকতার অভাব।

৯. একটি বিষয় শেষ না হতে অন্য বিষয়ের অবতারণা

১০. আরবী ভাষা না জানা

কুরআন অধ্যয়নে সমস্যা সমাধানের উপায়ঃ

১. নিরপেক্ষ মন নিয়ে অধ্যয়ন করা।

২. কুরআন নাজিলের প্রেক্ষাপট (শানে নুজুল) জানা।

৩. রাসুল সা. এর আন্দোলনের বিভিন্ন অবস্হা ও পর্যায় তথা ক্রমবিকাশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা।

৪. ঘরে বসে কুরআন বুঝার চেষ্টার চেয়ে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া।

৫. সর্বোপরি উপরের সমস্যাগুলো সমাধান করে কুরআন অধ্যয়ন করা।

Click this link

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File