প্রবাসী এক বাংলাদেশীর কাহিনি

লিখেছেন লিখেছেন অবােয়দ ১৫ জানুয়ারি, ২০১৩, ০৫:২৭:৪০ বিকাল

আমিঃ তাকে বললাম দেশী কেমন আছেন

ওনিঃ বললেন ভাল না

আমিঃ বললাম ভাল নাই কেন দেশী

ওনিঃ বললেন কিভাবে ভাল থাকি সাত লাখ টাকা খরচ করে সৌদি এসেছি বেতন ছয়শত রিয়াল তো এ টাকা কত দিনে উঠাব মাথা ঠিকনাই বাডীতে জায়গ বিক্রি করে এসেছি কোম্পানিকে বলি বেতন বাড়ানোর জন্য কোম্পানি বলে আমাকে এই বেতনে থাকলে থাক নাহলে বাংলাদেশ যাও এখন কি করব। দেখেন আমরা বাংলাদেশীরাই অল্প বেতনের চাকরী করি আবার বিশার দামও বেশী দেখেন নেপালী,ইনডীয়ান,পিলিপাইনি তাদের বেতন বেশী বিশার দামও কম

তাদের কোন সমস্যা হলে বা কোম্পানি ভাল নাহলে তারা তাদের দেশে চলেযায়

কিন্তু আমরা যাইতে পারিনা কারন আমাদের অনেক টাকা খরচ করে আসতে হয়

আমিঃ বললাম কেন ছয়শত রিয়াল বেতনে এসেছেন আবার কেন সাতলাখ টাকা দিয়ে এসেছেন

ওনিঃ বললেন কি করব সংসারের অভাবে দিশেহারা হয়ে গেছি

ওনার কান্না দেখে আমি চলে এসেছি আমি কি বলে ওনাকে সান্ত্বনা দেব

ওবায়দুল হক অপু

আলজুপ সৌদি আরব

বিষয়: আন্তর্জাতিক

১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File