চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিল শিবির!!!
লিখেছেন লিখেছেন আজব মানুষ ০১ এপ্রিল, ২০১৩, ০১:৪৯:৫৫ রাত
আজ ফেসবুক জুড়ে একটি প্রেস বিজ্ঞপ্তি শেয়ার, লাইক আর কমেন্টে ভরপুর। শিবির সভাপতিকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় জামাতের সংগঠন ছাত্রশিবির পত্রিকাগুলিাতে ঐ প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছিল। সেটি আবার ছবি আকারে ফেসবুকে শেয়ার করে অনলাইন এ্যাক্টিভিস্টদেরকে জানিয়ে দেয়া হয়েছে।
নেতাদের গ্রেফতারে এমন প্রেস রিলিস সব সংগঠনই দিয়ে থাকে। জামাতের রাঘব বোয়ালদের ধরার পর জামাত-শিবিরও দিয়েছে এমন প্রেসরিলিজ, হুমকী, ধমকি। কিন্তু এখানে সমস্যা যেটি, সেটি হল এই ধমকিটি এসেছে চট্টগ্রাম থেকে। গোটা বাংলাদেশ থেকে এমন ধমকি আসলে সেটাকে গতানুগতিক ভাবা যেত, কিন্তু এখানে এমনটি ভাবার অবক্শ নেই।
স্পষ্ট মনে আছে, বাংলাদেশের বহুল আলোচিত চট্টগ্রামের এইট মার্ডার মামলা পরবর্তী সময়ে এই চট্টগ্রামে থেকেই শিবিরের এক কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর শিবির যা শুরু করেছে, তারপর সরকার মিঞু মিঞু করে ঘন্টা খানিকের সধ্যেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। ভয়টা এখানেই, কারন শিবির চট্টগ্রামকে তাদের শক্তির আখড়া হিসেবে জানে......!!!
কি সেই প্রেস বিজ্ঞপ্তি?
২৪ ঘন্টার ভেতর কেন্দ্রীয় সভাপতির মুক্তি না দিলে চট্টগ্রাম অচল করে দেয়া হবে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ এর নেতৃবৃন্দ। তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে মুক্তি না দিলে সারা দেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন করে দেয়া হবে।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন ও সেক্রেটারী হোসেন সোহেল আজ এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলাম বিদ্বেষী জনবিচ্ছিন্ন এই সরকার সারাদেশে একের পর এক গণহত্যা চালিয়ে আসছে। মামলা, হামলা, খুন, গুম করে যখন জনগণের আন্দোলনকে দমন করতে পারছে না তখন তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্বহীন করার অপকৌশলে মাঠে নেমেছে। তারই অংশ হিসেবে তারা আজ সাদা পোশাকের পুলিশ দিয়ে বাংলার লাখো তরুণের প্রাণ স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে সম্পূর্ণ অণ্যায় ভাবে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে মুক্তি দেয়া না হয়, তাহলে চট্টগ্রামসহ সারাদেশে যে আগুন জ্বলে উঠবে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক শান্তিপ্রিয় ছাত্রসংগঠন। কিন্তু সরকার ছাত্রশিবিরের এই গুণকে দুর্বলতা মনে করে কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতার করে দেশকে অস্থিতিশীল করার নীলনকশা এঁটেছে। ছাত্রশিবির চায় না দেশ অস্থিতিশীল হোক। তাই আমরা আশাকরি অবিলম্বে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে মুক্তি দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। নতুবা এর জন্য যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।
এইডি আমার কথা না, এইহানে চানগে
বিষয়: বিবিধ
১৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন