ফ্যাস্টুন হল বিষ্ফোরক, দেশপ্রেমিক প্রতিবাদি হল ৪ মামলার আসামী, মিডিয়ার হলুদ ও সাদা ভূমিকা

লিখেছেন লিখেছেন আজব মানুষ ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:২৪:২৫ রাত

গতকাল বিএসএফের তথাকথিত আদালত কর্তৃক প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফেলানীর হত্যাকারীকে বেকসুর খালাসের প্রতিবাদে “আমরা ফেলানঅর ভাইয়েরা” সংগঠন কতৃক আয়োজিত মানববন্ধন হতে গ্রেফতার করা সেই ৬ জন ছাত্র-জনতাকে বিষ্ফোরক মামলাসহ প্রতিজনকে মোট ৪টি করে মামলার আসামী করা হয়েছে।

আজ তাদের সবাইকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।



গ্রেফতার করার ঠিক আগ মূহুর্তের ছবি এটি। প্রতিবাদের এই ফ্যাস্টুনটি ভারতের দালাল সরকার ও র’য়ের পেড এজেন্ট পুলিশদের কাছে বিষ্ফোরক দ্রব্য!!!

গতকালকের নিউজটি দেশের সব ক টি মিডিয়ায় প্রচারিত হয়েছে। তবে দেশপ্রেমে লালিত চেতনায় উদ্ভুদ্ধ হয়ে আসা এসব ছাত্র ও সাধারণ মানুষকে জামাত-শিবির ট্যাগ দিয়ে ১৮ কোটি বাংলার সন্তানকে লজ্জিত করেছে কিছু হলুদ মিডিয়া। অবশ্য বেশিরভাগই সত্য খবরটি প্রচার করেছে।

শির্ষ নিউজ

নয়া দিগন্ত

আরটিএনএন

আমার দেশ

নতুন বার্তা

প্রিয়.কম

বিডিব্রেকিং

টাইমস নিউজ বিডি

চিটিজি টাইমস

দেশের খবর

নিউজ জুম বাংলা

আরো বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এসেছে, সত্য ঘটনাটি।

মূল খবর বিকৃত ভাবে উপস্থাপন করে শিবিরের মানববন্ধন বলে চালিয়ে দিল কিছু বাম হলুদ মিডিয়া। ভারতের দালালীকে ঢেকে রাখার সম্ভবত এটিই সবচেয়ে কার্যকর বুদ্ধি। জামাত-শিবিরের তান্ডবের পেছনেই এরাই সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এদের কারনেই জামাতিরা আজ ধরা ছোঁয়ার বাহিরে। এদেরকে চিনে রাখুন...

বিকৃতভাবে উপস্থাপিত খবরের লিঙ্কঃ

বাংলা নিউজ

কালের কণ্ঠ

ঢাকা টাইমস

বিডি নিউজ

অর্থসূচক

বাংলামেইলসহ আরো কয়েকটি হলুদ মিডিয়া। তবে এদের ২/৪ লেইনের নিউজটি পড়লে আপনি ওদের প্রতি ঘৃণাসহ থুথু অবশ্যই ফেলবেন।



বিষয়: বিবিধ

২৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File