কমিউনিটি ব্লগার্স ফোরাম (সিবিএফ) চট্টগ্রামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনিুষ্ঠিতঃ বন্ধ মিডিয়া ও ব্লগ খুলে দিয়ে স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দেয়ার দাবী কমিউনিটি
লিখেছেন লিখেছেন আজব মানুষ ২৯ জুলাই, ২০১৩, ০৫:০৭:৫৫ বিকাল
কমিউনিটি ব্লগার্স ফোরাম (সিবিএফ) চট্টগ্রামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনিুষ্ঠিত
বন্ধ মিডিয়া ও ব্লগ খুলে দিয়ে স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দেয়ার দাবী
কমিউনিটি ব্লগার্স ফোরাম (সিবিএফ) চট্টগ্রামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিবিএফ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ব্লগার চাটিগাঁ থেকে বাহার এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ব্লগার আজব মানুষের সঞ্চালনায় এতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সোনার বাংলাদেশ, আমার বর্ণমালা ব্লগ, দৈনিক আমারদেশ, দিগন্ত ও ইসলামীক টিভিসহ সরকার কর্তৃক বন্ধ করে দেয়া সকল গনমাধ্যম ও সোস্যাল মিডিয়া চালু করে দেয়ার দাবী জানানো হয়।
বক্তারা বলেন, সারা বাংলাদেশ এখন আস্তিক ও নাস্তিকে বিভক্ত। বিভিন্ন অনলাইন মিডিয়া ও পত্র-পত্রিকায় ধর্মবিদ্বেষ ছড়ানো হচ্ছে পরিকল্পিত ভাবে। বিশেষ করে একটি বিশেষ গোষ্ঠি আল্লাহ, রাসুল, পবিত্র কুরআন ও ইসলাম সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে। কিন্তু আমাদের দেশের সরকার তাদের বিরুদ্ধে কোন রকম ব্যাবস্থা গ্রহণ না করে উল্টো যারা এসবের প্রতিবাদ করছে তাদেরকেই দমনের নীতি গ্রহণ করছে।
তারা বলেন, নাস্তিক নামধারী কতিপয় ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং সরকারের অন্যায় আচরনের সমালোচনা করায় সরকার সোনার বাংলাদেশ ব্লগ, আমার বর্ণমালা ব্লগ, আমার দেশ পত্রিকা, দিগন্ত টিভি ও ইসলামীক টিভি বন্ধ করে দিয়েছে।
অবিলম্বে এসব বন্ধ মিডিয়া খুলে দিয়ে স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দেয়া এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয় সভা থেকে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ব্লগার অধ্যাপক আমিনুল হক, ব্লগার লড়াকু সৈনিক, ইজিপ্ট-১২ ব্লগার আমার স্বাধীনতা, ব্লগার বর্ণক শাহরিয়ার, এ্যাক্টিভিস্ট ট্রুথ ফাইটার, আব্দুল্লাহ আল মামুন, ব্লগার কাছে থাকুন, ব্লগার সিকাদর, এক্টিভিষ্ট সংগ্রামী আমি, ব্লগার আহমদ মুসা, ব্লগার জিয়াউদ্দীন ফাহাদ, ব্লগার পরবর্তী এমপি, ব্লগার আলমগীর মোহাম্মদ সিরাজ, এক্টিভিষ্ট আকতার হোসাইন, এক্টিভিষ্ট হুমায়ুন রশীদসহ প্রমুখ
অত্যান্ত আন্তরিক ও সোহার্দপূর্ণ পরিবেশে এই আলোচনা সভায় ঈদের পর চট্টগ্রামের সকল ব্লগার ও এক্টিভিষ্টদের নিয়ে আরো ব্যাপক আকারে কর্মসূচী করার উপর গুরুত্বআরোপ করা হয়। আগামীতে জাতীয়তাবাদী ও ইসলামী ভাবধারা ব্লগার ও এক্টিভিস্টরা ঐক্যবদ্যভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়া সিবিএফকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার জন্যও সকলে একমত পোষন করেন।
বিষয়: বিবিধ
২১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন