দুষ্টু খালারে হারিয়ে খুঁজি
লিখেছেন লিখেছেন আজব মানুষ ০২ জুন, ২০১৩, ১২:২১:০৯ রাত
সামুতে রেজিষ্ট্রেশন(আজব মানুষ নয়) করার ৯৩ দিন কেটে গেলেও অনুমতি না পাওয়ায় ব্লগিংয়ের আশা ছেড়ে দিয়ে নিজের মত করেই চলছিলাম। হঠাৎ করে একদিন ফেস বুকে এসবি ব্লগে লিংক শেয়ার হতে দেখলাম ফেসবুকে। আমার প্রোপাইলে দুই তৃতীয়াংশ ঝুড়েই ছিল ঐ লিংকের শেয়ার।
কিছু ক্ষণের মধ্যে ওখানে রেজিঃ করে ফেললাম আজব মানুষ নামে। সেটি ছিল সম্ভবত এসবি ব্লগের ৪র্থ দিন। প্রথম দিন থেকেই দেখলাম কয়েকজন ব্লগার এসবি ধাবড়িয়ে বিচরণ করেছেন। তাদের মধ্যে একজন হলেন আমাগো দুষ্টু খালা খ্যাত দুষ্টু মেয়ে।
জামাত-শিবিরের কুখ্যাতি নিয়ে তার গবেষণা মূলক পোস্ট জামাত-শিবির সম্পর্কে ১০১টি প্রশ্নের ধারাবাহিক চলছে। এই নামে পোস্ট দেয়া বাকি আর আঁতেল জামাতি ব্লগারদের নর্দন-কুর্দন দেখার বাকি থাকে না। সবগুলানই হুমড়ি খেয়ে পড়ত।
ঐ ভাবে চলছে.... এসবির কখনো হীট কমে আসলে খালা আয়া পড়তেন আর তার ঝুলি থেকে এক খান পোস্ট প্রসব করতেন। আর অমনি ব্যাপক হীট জমে যেত।
২০১২ সালের আগস্ট মাস। মেডাম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিনের শুভেচ্চা জানানো অপরাধে ব্যান, ৭ ঘন্টার নাটকীয়তার পর আবার আনব্যান, আবার ২ দিন শেখ মুজিবকে হত্যা কারি ১২ জনের ৭ জনই মুক্তিযোদ্ধা নামে একটা পোস্ট দেয়ার অপরাধে আবারও ব্যান! এরপর ২৩ তারিখ আনব্যান করার পর আমার বর্ণমালা ব্লগে আড্ডা পোস্ট দেয়ার কিছুক্ষণ পরে ১ মাসের জন্য ব্যান খেয়েছিলাম। কিন্তু তখনও জানতাম না, শেষবার কেন ব্যান খেয়েছি!
পরে বুঝেছি, সেদিন আমি আর হাসান ভাই আমার বর্ণমালা ব্লগে আড্ডা পোস্ট দিয়ে ফেসবুকে সবাইকে আহ্বান করার অল্প পরই ব্যাপক ঝমে উঠেছিল ঐ আড্ডা পোস্টটি।
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর দুষ্টু খালার সাথে চ্যাটিং করছিলাম
............আপ্নের সেই ১০১ খান প্রশ্নের সংকলন বাইর কইরালান
11:01pm
দুষ্টু মেয়ে
Thanks
আপনার কি খবর? কোন পোস্ট দেন না, পেমেন্ট কি বন্ধ?
11:03pm
ব্লগার আজব মানুষ
হুম! পেমেন্ট দেয়না বিদায় ছেড়ে দিলাম এসবি
11:04pm
দুষ্টু মেয়ে
এসবির দিন শেষ। আগামী ৬ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে।
আপনাদের শেষ ভরসাও গেলো!
11:06pm
ব্লগার আজব মানুষ
হ! মডুরা বাকশাল করতাছে। ছাগু, বাকশালের নিপাত অবিস্বম্ভাবি। তয় আমরা জাতীয়বাদীরা অবশ্যই টিকে থাকবো, জাতি যতদিন টিকে
11:08pm
দুষ্টু মেয়ে
জাতীয়তাবাদীরা থাকলেও আপনার মত জামাতিরা থাকবে না। সে ব্যবস্থা করা হচ্ছে।
11:09pm
ব্লগার আজব মানুষ
কি ব্যাপার! আপ্নে দেহি আমারে জামাতিগো দলে ভিরতাছেন! অ তাইলে আপ্নেও মগবাজারের পেইড...ঠিকই হুনছিলাম।
11:10pm
দুষ্টু মেয়ে
মাথা ঠিক আছে?
11:11pm
ব্লগার আজব মানুষ
কার আমার না আপ্নের!
আমি বাস্তবিকই আপনাকে এতদিন একজন সাহসি ব্লগার ভেবে আসছি, এখন দেখছি শর্ষের মাঝেই ভূত। যাকগে এইভাবে ছদ্ম নামে আর জামাতি পোস্ট আওড়াইয়েন্না
এরপর দুষ্টু খালা আমার সাথে চ্যাট আউট হয়ে হারিয়ে যান, তার ২/১ মিনিট পর থেকেই আমি এসবিতে ব্যান।
সে যাকগে, দুষ্টু মেয়েকে অনেকদিন ধরে খুজছি। কিন্তু অবাক ব্যাপার তিনি আমাগো মোহায়মেন কাকুর সাথে কোথায় যেন হারিয়ে গেছেন [অবাক ব্যাপার তার ফেবুও অস্বাভাবিক ভাবে নীড়ব ]
ছোট বেলায় একটা কাহিনী শুনেছিলাম, মোক্তবের মোল্লার কাছে। ইবলিশের একপায়ে পুরুষ অঙ্গ আরেক পায়ে স্ত্রীলীঙ্গ থাকে। তার যখন দরকার হয় দু’রান একসাথে করার পর অনেক গুলো শয়তানের জন্ম হয় ?
এসবি’র হারিয়ে যাওয়া কিছু ব্লগারের ব্যাপারে সেরকম কিছু বললে পাপ হবে বলে মনে করি না
অবশ্য এরকম রোগ ইদানিং টুডে ব্লগেও মনে হয় শুরু হয়ে গেছে। সেই ভিক্টোরিয়া, এলিজাবেথ......হাবিযাবি।
এসব ব্লগারের অবস্থা দেখলে মনে হয় ঐ ইবলিশের প্রয়োজনে শয়তান জন্মানোর মত মডুদের প্রয়োজনে ব্লগার জন্ম নেয়া অস্বাভাবিক নয়.............
বিষয়: বিবিধ
২৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন