নেড়ি কুকুরের ঘেউ ঘেউ শুধু বাড়ির সামনেই সীমাবদ্ধ, ঘাদানিকদের হরতাল ডাকার মাধ্যমে এটি আরেকবার প্রমাণিত
লিখেছেন লিখেছেন আজব মানুষ ০৩ এপ্রিল, ২০১৩, ১১:৫৪:১৮ রাত
সমস্ত দেশের অন্তত ৯৫ ভাগ মানুষ তথা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান,বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ যেখানে নিজেদের স্ব-স্ব ধর্মের মান সম্মান বাঁচাতে নাস্তিকদের বিরোধী হেফাজতে ইসলামের লংমার্চকে সমর্থন দিয়ে আসছে। আমি দেখেছি, আমার পাড়ার অনেক মানুষকে নিজের পকেট থেকে ৫০০ টাকা করে দিয়ে লংমার্চে যাওয়ার জন্য।
এখানে রাজনৈতিক মতাদর্শের কোন কারনই ছিল না। সবাই তার ধর্মের অবমাননা সইতে না পেরেই যেতে প্রস্তুত হচ্ছিল। কিন্তু এখন সবারই মনে কেয়ামতের মাঠের মত ইয়া নফসি ইয়া নফসি শুরু করে দিয়েছে। দেশের কি হবে? কোথায় যাচ্ছে আমাদের প্রিয় স্বদেশ।
আজ হঠাৎ করেই খবরে ব্রেকিং আসতে শুরু করেছে, কিছু সর্বহারা, নাম স্বর্বস্ব ২৮টি দল এই লংমার্চ ভন্ডুল করার জন্য বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বারের মত বন্ধের সময় হরতাল ডেকেছে।
ধিক তোদের ন্যাড়ি কুকুরের দল, ধীক । বড়ই কষ্ট লাগছে, যে সেক্টর কমান্ডার ফোরাম যোদ্ধাপরাধীদের বিচারের জন্য যথাযথ ভূমিকা রাখতে পারেনি, সেই সেক্টর কমান্ডার ফোরাম এই হরতাল ডাকার মাধ্যমে নিজেদের বিতর্কিত করার মাধ্যমে যোদ্ধাপরাধিদের বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের জন্য একরাশ হতাশা....
Click this link
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন