রাজা গৌরা গুবিন্দর মাজার জিয়ারাত

লিখেছেন লিখেছেন বিজয় ০২ জানুয়ারি, ২০১৩, ০৭:১৮:১৮ সন্ধ্যা

জননেত্রী শেখ হাসিনা এবং দেশ নেত্রী খালেদা জিয়া সব সময় তাদের নির্বাচনী প্রচারণা হজরত শাহ জালাল (রHappy এর মাজার জিয়ারত এর মাধ্যমে শুরু করেন. অর্থাৎ তারা দুজনেই এই মুসলিম মনীষীকে ভক্তি করেন, তার চেতনায় বিশ্বাস করেন. আমরা জানি ১৩০০ সালে হজরত শাহ জালাল (রHappy অত্যাচারী শাসক রাজা গৌরা গুবিন্দ কে পরাজিত করে এ অঞ্চলের জনগনকে অত্যাচার থেকে মুক্ত করেছিলেন. তিনি মানুষের মাযে তাওহিদের বাণী ছড়িয়ে দিয়াছেন. কিন্তু আমাদের নেত্রীরা অত্যাচারী শাসন থেকে জনগনকে মুক্ত করার পরিবর্তে অত্যাচারমূলক শাসন উপহার দেন. বিশ্বজিতের মত নিরীহ ছেলেরা রাস্তায় প্রাণ হারায়, শত শত গার্মেন্ট শ্রমিককে পুড়িয়ে মারা হয় ব্যাঙ্ক লোন থেকে রেহাই পাওয়ার জন্য, নিরপরাদ বোরখা পরা মা-বোনদের গ্রেফতার করা হয়, রিমান্ডে নেয়া হয়, রেহাই পায়না অন্তস্বত্তা নারী ও. অন্যদিকে তাওহিদের পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয় "মা দূর্গার কারণে এবার ফসল ভালো হয়েছে", "ধর্ম যার যার , উত্সব সবার". অর্থাৎ হজরত শাহ জালাল (রHappy চেতনার কোনো বাস্তবায়নই আমরা দেখিনা. আমরা দেখি রাজা গৌরা গুবিন্দ এর চেতনার বাস্তবায়ন. তাহলে রাজা গৌরা গুবিন্দর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেই হয়?

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File