আমার অবস্থা দুপাশে আগুন, মাজখানে আমি দাড়িয়ে--- বঙ্গবন্ধু
লিখেছেন লিখেছেন বিজয় ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩২:০০ সকাল
"আমার অবস্থা দুপাশে আগুন, মাজখানে আমি দাড়িয়ে. হয় সেনাবাহিনী আমাকে মেরে ফেলবে, না হয় আমার দলের ভেতরকার চরমপন্থীরা আমাকে হত্যা করবে. কেন আপনারা আমাকে গ্রেফতার করছেন না? টেলিফোন করলেই আমি চলে আসব."
১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারী গভর্নমেন্ট হাউস এ আলাপ আলোচনা শেষে সামরিক উপদেষ্টা রাও ফরমান আলীকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু এ কথাগুলি বলেন. দলের ভেতর চরমপন্থী বলতে বামপন্থীদের বুজিয়েছেন যারা সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে স্বাধীনতা চাচ্ছিলেন, অন্যদিকে আ:লীগ এর মূলধারা চাচ্ছিলেন স্বায়ত্তশাসন.
(বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'র' এবং সি আই এ ----মাসুদুল হক)
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন