বাচ্চু রাজাকারের ফাসি ও কিছু প্রশ্ন
লিখেছেন লিখেছেন মারুফ ২২ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৭:৪৬ সকাল
আসসালামু আলাইকুম, বন্ধুগণ ভীষণ কষ্টে বুকের ভিতরটা ভেঙে-মুচড়ে যাচ্ছে তাই ব্লগে দুএকটা কথা শেয়ার করতে আসছি, মনটা তন্ন তন্ন করে কিছু প্রশ্নের জবাব খুঁজে ফিরছে কিন্তু সন্ধান মিলছেনা কথাও, আমি জানিনা কার চোখে আজ আমার এই লেখা পরবে এবং কে আমার এই কথা আমার মত করে চিন্তা করবে I আমার বয়স আজ চৌত্রিশ বছরেরও একটু বেশি I জামায়াত পরিবার থেকে আসার কারণেই হোক কিংবা সারাজীবন ছাত্রশিবিরের রাজনীতিতে সংশ্লিষ্ট থকার কারণেই হোক বুদ্ধি হবার পর থেকে আজ পর্যন্ত এই সুধীর্ঘ সময়ে জামায়াত রাজনীতির শিকর আমার আদর্শীক ক্ষেত্রে যথেষ্ঠ শক্ত ভাবেই স্থায়ীত্ব বিস্তার করে আছে I তার পরেও কিছু প্রশ্নের কোনো জবাব আমি পাচ্ছিনা I প্রসঙ্গ মাউলানা আবুল কালাম আজাদ; সুদৃশ রঙ্গ-মঞ্চে দৃষ্টি নন্দিত মনোজ্ঞ এক নাটকের প্রথম পর্বে আজ শেষ অঙ্কের মঞ্চস্থন দেখলাম , রুদ্ধশ্বাসে মাউলানা আজাদের মৃত্যুদন্ডের আদেশ I script সম্বন্ধে আগে থেকেই ধারণা থাকায় দৃশ্য অবলোকনে আশ্চর্য হতে এখানে পারিনাই বটে কিন্তু যেখানে হয়েছি সেখানে আশ্চর্যের আতিশয্য গগনচুম্বী ;আমি বিশ্বাস করি মাওলানা সাহেব সন্দেহাতীত ভাবে ইলিয়াস আলীর ভাগ্যই বরণ করেছেন, তিনি হয়ত আজ সকল বিচারের উর্ধ্বে বসে শেষ বিচরের প্রহর গুনছেন I কিন্তু তার পরও প্রহসনতো মঞ্চস্থ হলোই I মাওলানা সাহেবের মৃত্যুদন্ড, অভিযোগ --- '৭১ এ মানবতা বিরোধী অপরাধ, যে অপরাধে জামায়াত নেতৃবৃন্দকে অভিযুক্ত করা হলো I সমগ্র দুনিয়ার কাছে সেটা এক চরম হাস্যকর বিষয় হয়ে দাড়িয়েছে যদিও সেই যুক্তিতে যাওয়ার প্রয়োজন আমি মনেকরিনা I হাসান আল বান্না, সাইয়েদ কুতুব কিংবা মুহাম্মদ কুতুব এর পরিনতির কথা মনে করে অওয়ামিলীগ কর্তৃক জামায়াত নেতাদের যেকোনো ধরনের ভাগ্য বিরম্বনায় হতবাক হওয়ার কিছুই নেই I সে যাই হোক 'অভিযোগ মিথ্যা এবং বিচার উদ্দেশ্য প্রণোদিত' এটাই হচ্ছে আমাদের আপাতত বক্তব্য এবং এই বক্তব্যকে প্রমান করার জন্য সকলের প্রচেষ্টাও অব্যেহত, সেই ক্ষেত্রে জামায়াত নেতৃবৃন্দকে এই অহেতুক কলঙ্ক এবং অন্যায় দন্ড থেকে বাচিয়ে আনার লক্ষ্যে আইনি অথবা তার বাইরে অন্য যেকোনো প্রক্রিয়ার নিরবচ্ছিন্ন সংগ্রাম যথেষ্ট প্রসংশার দাবিদার; সে তো গেল জামায়াত নেতৃবৃন্দ রক্ষায় জামায়াতের ভুমিকা , কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ রক্ষায় জামায়াতের ভুমিকাই হচ্ছে আজ আমার কাছে প্রশ্নবোধক ! একই অভিযোগে অভিযুক্ত হয়ে আজ তিনি ফাসির আসামী , কোনো একদিন তিনি জামায়াতের রোকনও ছিলেন, হয়ত আজ দলে নাই, কিন্তু তিনিকি ইসলামের একজন দায়ী নন? জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের বেলায় এই অভিযোগ যদি মিথ্যা হয় সমান ভাবে তা কি আজাদ সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? এই অভিযোগ থেকে জামায়াত নেতাদের রক্ষায় দলের বিশিষ্ট আইনবিদগণ যেখানে প্রতিনিয়তই লড়ে যাচ্ছেন সেখানে মাওলানা সাহেবের বেলায় সমগ্র সহযোগিতার হাত গুটানো থাকার কারণ কী l সেটাকি এই যে উনি আজ দলের বাইরে? এখানেও কি তাহলে দলের জন্য মানুষ? আমি কোনো যুক্তি চাইনা জবাব চাই, রাসুলাল্লার ইসলাম চাই l
বিষয়: রাজনীতি
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন