অসাধারন এবং অতি পরিচিত কিছু ছবি নিয়ে ছবি ব্লগ

লিখেছেন লিখেছেন এম এ আলীম ৩১ মে, ২০১৩, ০২:১৮:০৪ রাত

ছবি গুলো সবাই দেখেছেন । তারপরও একবার মনে করিয়ে দেয়ার জন্য এই পোষ্ট।বিস্তারিত কিছু লিখবনা শুধু স্থান কিংবা ছবির নাম উল্লেখ করছি।



আফ্রিকা। দুর্ভিক্ষের ছবি। যিনি এই ছবি তোলেন তিনি ছবিটি তোলার কিছু দিনের মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে আত্তহত্যা করেন।



ভিয়েতনাম যুদ্ধের বিভিষিকাময় মুহুর্ত



মোনালিসা। লিওনার্দো দ্যা ভিন্চির আঁকা ছবিটি বিশ্বের সবচাইতে মুল্যবান ছবি।



ফিলিস্তিন । ইসরাঈলী দখলদার বাহিনীকে রুখে দেয়ার ব্যর্থ চেষ্টা।



এই সেই ছবি যে ছবিতে আজো রক্তে ঢেউ তোলে। বীর বাঙালী অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো।



না এটা কোন বিখ্যাত ছবি নয়। তবে যাদের মন খারাপ ছবিটা দেখে মন ভাল হতে বাধ্য।আসুন সব হিংসা বিভেদ ভুলে এই নিস্পাপ হাসিতে সবাইকে আপন করে নিন।যে হাসিতে নেই কোন কৃত্রিমতা। সবাইকে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

৪৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File