এই গণহত্যার দায়ভার নেবে কে।ভয়াবহ গৃহযুদ্ধের পদধ্বনি
লিখেছেন লিখেছেন এম এ আলীম ৩১ জানুয়ারি, ২০১৩, ১০:৩৫:০৮ রাত
আজ বগুড়াতে যা ঘটল তাকে গনহত্যা ছাড়া কি বলা যায়। রাস্তায় দুজনকে খন করে খুনের পিপাসা মিটলনা । পুলিশ শিবিরের মেসে গিয়ে সরাসরি ব্রাশফায়ার করে । এতে নামাজরত অবস্থায় দুই ভাই সাথে সাথে শাহাদাৎ বরন করেন আর আটজনের অবস্থা গুরুতর।এটা কোন সভ্য দেশের পুলিশের আচরন হতে পারেনা। নিহতের স্বজনদের আহাজারিতে আজ বগুড়ার আকাশ বাতাস প্রকম্পিত।দেশ কোন পথে ধাবিত হচ্ছে আমি জানিনা। তবে আশংকা হচ্ছে শেষ পর্যন্ত এক অনাকাংখিত গৃহযুদ্ধের দিকে ধাবিত হয় কিনা।যদি কেউ প্রতিশোধের নেশায় উম্মত্ত হয়ে উঠে তাকে বাধা দেয়ার ক্ষমতা অনেকেরই নেই।আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
বিষয়: বিবিধ
১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন