মরুর পায়রা

লিখেছেন লিখেছেন মরুর পায়রা ০১ জানুয়ারি, ২০১৩, ০৩:৪১:০২ রাত

মরুর বুকে পায়রা আমি, বালির মাঝে থাকি।

ক্লান্তি শেষে, ঘুমের-ঘোরে বাংলাদেশকে দেখি।

খাটের পরে শুয়ে আছি কম্বল মুড়ি দিয়ে,

চোখ মেলে দেখি, মা দাঁড়িয়ে, শীতের পিঠা নিয়ে।

আবার, অন্য একজন ঘুম ভাঙ্গাছে, মাথায় রেখে হাত,

নামায পড়তে উঠতে হবে, শেষ হচ্ছেতো রাত।

না- এখন আমার ঘুম ভেঙ্গে যায়, রাত-ভোর হওয়ার আগে,

করম যুদ্ধে যেতে হবে, যা আছে মোর ভাগে।

তপ্তরোধে ঘাম ঝরিয়ে, দেশে পাঠাই টাকা,

মনের মাঝে সুপ্ত আশা, সুখ যদি দেই দেখা।

সারা দিনের যুদ্ধ-শেষে রাতে ফিরি ঘরে,

এখানে আবার অন্য যুদ্ধ খেয়ে বাচার তরে।

কোন রকমে খাওয়া শেষে, আবার দেই ঘুম,

মরুর বুকের পায়রা আমি, সময় হয়না করতে বাক-বাকুম।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File