তুমি কি সেই আগের মতই আছ ?

লিখেছেন লিখেছেন আশরাফ আহমদ ১৬ জানুয়ারি, ২০১৩, ০১:৪৬:১৭ দুপুর

নাম তার নুসরাত।চেহারা কি মায়াবী। দশম শ্রেণীর ছাত্রী। দেখতে খুবই সুন্দরী ও ভদ্র।যখন নবম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট প্রকাশ হল সে দিন ওর আম্মুর মোবাইল থেকে আমাকে কয়েকটি মিসকল দিল আমি তখন একটু ব্যস্ত ছিলাম। তার পর যখন ফোন করলাম বলল আমি ১ নাম্বার হয়েছি শুনে অনেক খুশি হলাম।ও কাছে তখন একটি মোবাইল ফোন ছিল তবে সিম কার্ড ছিলনা তখন বলল তুমি যদি বল তাহলে সিম কার্ড লাগাব । আমি বললাম ঠিক আছে তবে আমার সাথে ওয়াদা করতে হবে অন্য কারো সাথে কথা বলতে পারবে না তখন ও রাজি হল । কিছু দিন এ রকম ওর সাথে কথা হল তারপর বললো আমার মোবাইলে ২০০ টাকা পাঠাও আমি বললাম কেন ও বললো Whatsapp ডাউনলোড করব তাহলে তোমার সাথে সব সময় যোগাযোগ থাকবে। তারপর থেকে ওর সাথে Whatsapp এর মাধ্যমে চ্যাটিং চলত। গত কয়েকদিন থেকে মেয়েটিকে রাত ২ -৩ টার সময় অনলাইনে দেখা যায়। আমি জিজ্ঞাসা করেছিলাম এত রাতে কার সাথে চ্যাটিং কর প্রথম দিন বললো বান্ধবীর সাথে তারপর থেকে আমি কিছু লিখলে আর কোন উত্তর দেয়নি, অবশেষে আমার নাম্বার ব্লক করে দল। কিন্তু আমার দেয়া মোবাইল দিয়ে কার সাথে চ্যাটিং করে আজও জানা হলনা।

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File