সামহোয়ারইনব্লগে আমাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কেন?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ মোজাম্মেল হক ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৭:০৬ রাত
বহুদিন পরে সামহোয়ারইনব্লগ -এ আমার পুরনো আইডি দিয়ে লগইন করলাম। ওমা, দেখি আমাকে কোন প্রকারের লেখা বা মন্তব্য দেয়া হতে বিরত রাখা হয়েছে। গত প্রায় ৪ মাস আগে আমি সর্বশেষ একটা ছোট্ট মন্তব্য করেছিলাম যা নিয়ে কোন প্রকারের কিছুই হয়নি। নোটিশ বক্সেও কিছু নাই।
ব্লগে যারা স্বনামে, নিজ ছবি দিয়ে ও প্রকৃত পরিচয়ে ব্লগিং করেন, আমি তাঁদের একজন। কখনো কোন অশোভন মন্তব্য করারতো প্রশ্নই উঠে না। এতদপ্রেক্ষিতে সাম্প্রতিক কালে আমাকে ব্লগ-বহিষ্কারকরণের নিমিত্ত তো বোধগম্য হচ্ছে না।
ভাগ্য ভাল যে, এখনো http://www.somewhereinblog.net/blog/mhq এই পেজটি ডিলিট করে দ্যায় নি! যাহোক, প্রথম প্রেমের মত প্রথম ব্লগ তো ...!!!
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন