অনুমতি পত্র ছাড়া প্রবাসীগণ হজ পক্রিয়া করলে, অবিলম্বে নির্বাসন এবং দশ বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ।
লিখেছেন লিখেছেন নুর৩ডিইডি ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০১:১৫ রাত
অতিরিক্ত চাপ এবং ক্রুটিমুক্ত হজ সম্পন্ন করার লক্ষ্যে হজ পালনে আগ্রহীদের সচেতন করার লক্ষে হজ মন্ত্রনালয় এবং মক্কা আমিরের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
অফিসিয়াল ওয়েব সাইট ছাড়াও বিভিন্ন ভাষায় লিফলেট ছাপিয়ে বিতরণ এবং বিভিন্ন মসজিদে মসজিদে সাটানো হচ্ছে। যদিও সংশ্লিষ মহল বলছে এটা নিয়মিত প্রচারনারই অংশ।
অনুমোদনবিহীন হজ না করার বিষয়টি এবারের প্রচারনায় বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
একটি বাংলা প্রচারপত্রে দেখা যায় সেখানে, হজ হল ইসলামের একটি মূল স্তম্ভ এবং আমরা অবশ্যই এর পবিত্রতা স্বীকার করবো এবং শাস্তি এড়াতে হজ সম্পাদন করার জন্য সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে আইন মেনে চলবো জাতীয় উপদেশ বাণী লেখা রয়েছে।
লিফলেটটিতে আরো যা লেখা রয়েছে তা হলো
বেআইনি ভাবে হজ কারীদের শাস্তিঃ
অনুমতি পত্র ছাড়া প্রবাসীগণ হজ পক্রিয়া করলে, অবিলম্বে নির্বাসন এবং দশ বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ।
অনুমতি পত্র বিহিন হজ যাত্রীদের বহন কারী গাড়ি চালক কে আটক করা হবে, গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং সর্বচ্চ শাস্তি প্রদানের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুয়া হজ এজেন্সীর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যা হবে কমপক্ষে এক বছরের হাজতবাস এবং কোন মার্জনার সম্ভাবনা থাকবে না।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন