অপাংক্তেয় বিশ্বাস

লিখেছেন লিখেছেন অকপটশুভ্র ২৮ জানুয়ারি, ২০১৩, ০৬:১৬:৫৫ সন্ধ্যা

মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে

মানুষের জীবনে আস্থা ও নির্ভরতার কী প্রয়োজন ছিল!

বিশ্বাস, আস্থা ও নির্ভরতা

যাকে তিলে তিলে গড়ে তুলতে হয়,

চরম যতনে লালন করতে হয়,

প্রতিরোধকে আবিষ্ট রাখতে হয়,

অথচ এতকিছুর পরেও

একটু ঠুনকো আঘাতেই,

আঘাতের মোদ্দা-কথা স্পষ্ট না হতেই,

হুড়মুড় করেই ভেঙ্গে পড়ে বিশ্বাসের প্রাচীর।

আস্থারা উবে যায় সুদূরে,

নির্ভরতার আর উপায় থাকে না,

পালিয়ে যায় সে অজানায়।

আমি বলি এই সব ঠুনকো উপজীব্যেরও

কিছু স্থায়িত্বের প্রয়োজন ছিল ।

তা না হলে এগুলো দিয়ে কি এমন হয়!!

প্রাণাধিক প্রিয়র হঠাৎ জাত-শত্রু হয়ে ওঠা ছাড়া?

তাই যদি হয়, তাহলে

বিশ্বাস, আস্থা ও নির্ভরতাতো

প্রাণ হন্তারক শত্রুর জন্মদানকারী শুক্রাণু বিশেষ বৈ অন্যকিছুই নয়!!

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File