এদেশের মাটি ও মানুষের বিশ্বাসকে বাদ কেউ রাজনীতি করতে পারবে না: আজকে হলো সত্যিকার জনতার জাগরণ
লিখেছেন লিখেছেন সাদিয়া ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩১:৫২ সন্ধ্যা
পুলিশি পাহাড়ায়, চাঁবাজির নাস্তায়, মিডিয়ার প্রপাগান্ডায় লুটেরা আ.লীগকে বাঁচাতে দিল্লীর নকশায় শাহবাগী সার্কাসের বিপরীতে গোটা দেশে আজকে হলো সত্যিকার বিশ্বাসী ও দেশপ্রেমিক জনতার জাগরণ। এটি স্পষ্ট যে, এদেশের মাটি ও মানুষের বিশ্বাসকে বাদ কেউ রাজনীতি করতে পারবে না।
কোন পৃষ্ঠপোষকতা নয়, শুধু বাধা ও গুলি বন্ধ করুন- তাহলে দেখবেন এদেশের শান্তিপ্রিয় ও বিশ্বাসী মানুষদের মিছিল কত দীর্ঘ, তাদের শেকড় কত গভীরে।
বিষয়: রাজনীতি
১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন