ছবি ব্লগেও কত কথা বলে! তুমি মহারাজ, সাধু হলে আজ.........

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ২৯ অক্টোবর, ২০১৪, ০২:৪৪:৫০ দুপুর



















বিষয়: বিবিধ

১৮২০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279301
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৪
প্রেসিডেন্ট লিখেছেন : কোনো অপরাধের সাথে জড়িত থাকার কারণে নয়, একাত্তরে বিভিন্ন সভা সমাবেশে প্রদত্ত বক্তব্যের উপর ভিত্তি করে মাওলানা নিজামীর ফাঁসির আদেশ।

ন্যায়বিচার নাকি ইহাকেই বলে !!!!!!

এসব কিসের আলামত? কেয়ামত কি অতি আসন্ন?????????
279310
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
আফরা লিখেছেন : স্বার্থের কারনে বুকে তুলে নেয় আবার স্বার্থে ব্যাঘাত ঘটলে পায়ে পিশে মারে ।
279323
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৭
সালসাবীল_২৫০০ লিখেছেন : অন্তরে আল্লাহর ভয় না থাকলে যা হয়, তাহাই হইতেছে ।
279330
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৪
মাহমুদুর রহমান লিখেছেন : ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে যে অপশাসন, জুলুম নির্যাতন এবং মগের মুল্লুকে পরিনত করেছিল দেশটাকে তারই প্রেক্ষাপটে তৎকালীন জামায়াতে ইসলামী আমীর মরহুম গোলাম আজম সাহেব একবার বলেছিলেন আওয়ামী লীগকে এবার ক্ষমতায় আনা উচিত ছিল একারণেই যে আওয়ামী লীগ কি চিজ এবং কত বড় নাফরমানের দল তা হাতে কলমে দেশবাসী এবং নবীন প্রজন্মকে জানানো উচিত ছিল। মুজিব কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে তাদের কুকর্মের মাধ্যমে প্রমাণ দিয়েতেছে।
অধ্যাপক আজম সাহেবের এই থিউরী আজ ফেল মেরেছে। যদি সে সময়ে পিএনপির ব্যর্থতা এবং রাজনৈতিক দাবী আদায়ের জন্য আওয়ামী লীগের সাথে একসাথে রাজপথে আন্দোলন করে পিএনপিকে দাবী মানতে বাধ্য করলেও অন্তত আওয়ামী লীগকে নির্বাচনে জিতে আসার মত অপরিনামদর্শী সিদ্ধানের কারণে দীর্ঘমেয়াদী জুলম নির্যাতনে জামায়াত যেমন নিপতিত হয়েছে তেমনি গোটা জাতিকেও হতাশার অন্ধকারে ডুমিয়েছে। ১৯৯৬ সালে জামায়াত এককভাবে জাতীয় নির্বাচনে প্রার্থী দেয়ার মত সিদ্ধান্ত সম্ভবত অধ্যাপক গোলাম আজম এবং সিনিয়র নেতৃবৃন্দের অদুর্দিশিতার কারণ।
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
223138
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অধ্যাপক গোলাম আযম এর নাগরিকত্ব নিয়ে বিএনপির ক্যারিকেচার টা দেখলেন না! বিএনপির বর্তমান আচরন কি এটা প্রমান করেনা যে তাদের সেসময় শিক্ষা পাওয়া উচিত ছিল। আর বর্তমান অবস্থার জন্য কি বিএনপি দায়ি নয়। চার দলিয় জোটের শেষ সময় জঘন্য অপপ্রচারগুলির বিপরিতে কোন ব্যবস্থাই নেয়নি তারা। এমনকি ২০০৪ সালে আবেদন করা দিগন্ত টিভির লাইসেন্স দিতে ২০০৭ সাল হয়ে গিয়েছে।
279336
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৮
ইবনে আহমাদ লিখেছেন : রাজনীতিটা যখন হয় স্বার্থের তখন এরকমই হয়।
279348
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : কি বলবো আর আমি। আমার মনের কথাটা উপরে একজন বলে ফেলেছে? Broken Heart
279352
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫০
লজিকাল ভাইছা লিখেছেন : বিচারের নামে এ কোন নগ্নতা, অসভ্যতা। যেন এ এক জঙ্গলের রাজত্য।
279353
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫২
সালমা লিখেছেন : এ কেমন দেশের বাশিন্দা আমরা কথায় কথায় ফাসিঁ ................
279393
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য তাদের কাছে কখনই গ্রহনযোগ্য হতে পারেনা। তাই অস্পষ্ট ছবি দিয়ে তারা জুতা মারা প্রমান করতে চায়। কিন্তু এই স্পষ্ট ছবি গুলি তাদের চোখে পড়েনা।
১০
286552
২১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০২
ইবনে হাসেম লিখেছেন : দারুন সব কালেকশান। চেষ্টা করলে একটা বই করে ফেলা যায়। চেষ্টা করে দেখুন না ভাই
১১
293002
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
শরাফতুল্লাহ লিখেছেন : সকল প্রশ্ন জানি হাসবে আলোয়
খুলে দাও খুলে যাক বিবেকের খিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File