ছবি ব্লগেও কত কথা বলে! তুমি মহারাজ, সাধু হলে আজ.........
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ২৯ অক্টোবর, ২০১৪, ০২:৪৪:৫০ দুপুর
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ন্যায়বিচার নাকি ইহাকেই বলে !!!!!!
এসব কিসের আলামত? কেয়ামত কি অতি আসন্ন?????????
অধ্যাপক আজম সাহেবের এই থিউরী আজ ফেল মেরেছে। যদি সে সময়ে পিএনপির ব্যর্থতা এবং রাজনৈতিক দাবী আদায়ের জন্য আওয়ামী লীগের সাথে একসাথে রাজপথে আন্দোলন করে পিএনপিকে দাবী মানতে বাধ্য করলেও অন্তত আওয়ামী লীগকে নির্বাচনে জিতে আসার মত অপরিনামদর্শী সিদ্ধানের কারণে দীর্ঘমেয়াদী জুলম নির্যাতনে জামায়াত যেমন নিপতিত হয়েছে তেমনি গোটা জাতিকেও হতাশার অন্ধকারে ডুমিয়েছে। ১৯৯৬ সালে জামায়াত এককভাবে জাতীয় নির্বাচনে প্রার্থী দেয়ার মত সিদ্ধান্ত সম্ভবত অধ্যাপক গোলাম আজম এবং সিনিয়র নেতৃবৃন্দের অদুর্দিশিতার কারণ।
খুলে দাও খুলে যাক বিবেকের খিল।
মন্তব্য করতে লগইন করুন