Saroda সারোদা ফন্ট হাওলাত চাই
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ২১ জানুয়ারি, ২০১৩, ০৬:৪৬:২৭ সন্ধ্যা
সুপ্রিয় ব্লগারবৃন্দ আপনারা জানেন যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা; বছরের শুরুতে অনলাইনে পাঠ্য বই প্রকাশ করেছেন। যাদের ইন্টারনেট সুবিধা আছে তারা বই ডাউনলোন্ড করে নিতে পারে। বোর্ড কর্তৃপক্ষ এই বইগুলো লিখতে এমন কতগুলো ফন্ট ব্যবহার করেছেন, যেগুলো সহজে পাওয়া যায়না। প্রতিবেশীর বাচ্চাকে সাহায্য করতে গিয়ে মুছিবতে পড়েছি। সারোদা নামের এই ফন্টটি সকল সার্চ ইঞ্জিনে তল্লাশী করেছি, সেখানে তথ্য আছে তবে কোথাও ফন্টটি পেলাম না। বোর্ড কর্তৃপক্ষ তাদের নির্ধারিত ওয়েব সাইটে ফন্টটি দয়া করে দেননি! এখন বই ডাউনলোড করেছি, ফন্টের অভাবে প্রিন্ট করা কিংবা পড়তে পারছিনা। আশা করি কারো কাছে থাকলে দয়া করে ফন্টটির লিংক পাঠিয়ে ডিজিটাল দৈন্যদশা থেকে উদ্ধার করবেন।
নতুবা এই ঠিকানায় হাওলাত স্বরূপ পাঠাবেন, ব্যবহার পূর্বক পাঠিয়ে দেওয়া হইবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকার ঠিকানা এখানে
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন