গৃহপালিত খলচরিত্র, সাধারণ ব্লগারদের বিরক্তি ও ব্লগ সম্পাদকদের সরকার ভীতি

লিখেছেন লিখেছেন ডাহুক ২২ মার্চ, ২০১৩, ০৮:৪৬:০৪ রাত

বাংলা ব্লগের জন্মলগ্ন থেকেই এর সাথে আছি; শুরুতে পাঠক হিসেবে, তারপর মন্তব্যকারী হিসেবে এবং ধীরে ধীরে অল্প অল্প পোস্ট দাতা হিসেবে| সামু পরিবারেই শুরু পদচারণা| সেই ব্লগটা যাঁরা জমিয়েছিলেন সুন্দর লিখার মাধ্যমে তাঁদের অন্যতম ছিলেন "আস্তমেয়ে" যিনি পরে "সন্ধ্যাবাতি" হয়েছিলেন এবং এখনো সেভাবেই আছেন; ফজলে এলাহি মুজাহিদ, ত্রিভূজ| এঁরা ইসলামপন্থী হলেও লিখতেন সাধারণের জন্য উপযোগী লিখা| খুব ইসলাম নিয়ে তাঁরা লিখতেন না| কিন্তু তাঁদের লিখায় তাঁদের বিশ্বাসের প্রতিফলন থাকত| এরপর সেখানে আসল কৌশিক, অমি রহমান পিয়াল ও আরো কিছু আওয়ামী পন্থী ব্লগার| এরা এসে ব্লগের পরিবেশটাকে রাজনীতিকিকরণ করে পুরোপুরি এবংঅশ্লীলতার বন্যা বইয়ে দেয়| শুরু হয় জামাত-শিবির বিতাড়নের নাম ইসলামপন্থীদের বিরুদ্ধে আক্রমন| যে ব্লগটা সাধারণ সুন্দর ব্লগিং এর মাধ্যমে এগিয়ে যাচ্ছিল তাকে বাঙালিদের চিরাচরিত রাজনৈতিক বিভাজনের মাধ্যমে বিভাজিত করে ফেলা হল|

এরপর নাস্তিকদের আগমন ও ইসলামের উপর ক্রমাগত আক্রমন এবং ইসলামপন্থীদের চরিত্র হননের ধারাবাহিক নাটক| তারপরের ইতিহাস হল কিছু খাঁটি "ধর্মনিরপেক্ষ বাঙালি-জাতীয়তাবাদী" ও "মুক্তমনা-প্রগতিশীল" বল্গের জন্ম| যেগুলোতে মুসলিমদের প্রবেশ নিষেধ| ইসলামের সত্যিকার রূপ তুলে ধরে কিছু লিখলেই সেখানে আপনার আর জায়গা হবে না| সম্পাদকরা সেখানে সুশীল নিরপেক্ষতার ভান ধরারও চেষ্টা করেন না|

তারপর অনেকদিন গেলে সোনার বাংলাদেশ অনলাইন ম্যাগাজিনের কর্তৃপক্ষের বদান্যতায় পাওয়া গেল "সকল মতের মিলন মেলা" জাতীয় সুশীল স্লোগানধারী সোনার বাংলাদেশ ব্লগ| ইসলামপন্থীরা দলে দলে এখানে এলেন এবংব্লগটাকে দ্বিতীয় বৃহত্তম বাংলা কমিউনিটি ব্লগে পরিণত করেন| কিন্তু ধীরে ধীরে সমস্যা দানা বাঁধতে লাগলো| সুশীলতার আবরণে সম্পাদক সাহেব কোর ব্লগারদের অনেককেই ব্যান করলেন| সঞ্চালনায় অনেক সময় খেয়াল খুশি ও স্বৈরাচারী আচরণের প্রকাশ ঘটাতে থাকলেন| সাথে যোগ হল গৃহপালিত কিছু ভিলেন নিক - এলিজাবেথ, দুষ্টু মেয়ে, দ্রাবিড় বাঙাল, রুপবান, গং| এদেরকে দিয়ে ব্লগে ব্যালেন্স করানোর চেষ্টা চলছিল| কিন্তু এই নিকগুলো ছিল প্রচণ্ড বিরক্তি উৎপাদনকারী নুইসান্স ছাড়া আর কিছুই না| আমি আগেই উল্লেখ করেছি ধরনিরপেক্ষ ব্লগগুলোর সম্পাদকরা সুশীল নিরপেক্ষতার ভান ধরেন না কোনভাবেই| কিন্তু নিজেদের কোর ব্লগারদের খোঁচানোর জন্যই শুধু আমাদের সুশীল সম্পাদকরা নিজেরা উল্টা-পাল্টা নিক খোলেন এবংআল্লাহ-রসূল, ইসলাম ও মুসলিমদের নিয়ে তামাশা করেন|

এর সাথে যোগ হয় এদের সরকার ভীতি| ফলে নিতান্তই সত্যি কথাগুলোকে কখনো প্রকাশ করতে দেয়া হত না| অন্যায়ভাবে নীতিমালা লঙ্ঘনের দোহাই দিয়ে সরিয়ে দেয়া হত অনেক পোস্ট, যদিও তা আসলে নীতিমালার কোনো ধারাই লঙ্ঘন করে নি| কিন্তু এরপরও শেষ রক্ষা হয় নি| ব্লগ বন্ধ হলো, সম্পাদক জেলে গেলেন ও নির্যাতিত হলেন| আমরা দু'আ করি আল্লাহ যেন তাঁকে হিফাজত করেন|

শেষে আসি এই ব্লগের কথায়| অনেক সমস্যা নিয়ে চলতে শুরু করে এই ব্লগটাও আগাচ্ছে এখন| কিন্তু মনে হচ্ছে এখানেও সোনার বাংলাদেশের প্রেতাত্মা থাবা ফেলেছে| আমি দেখতে পাচ্ছি এলিজাবেথ সহ সোনার বাংলাদেশের গৃহপালিত নিকগুলোর প্রতিচ্ছবি ও অপতৎপরতা| সম্পাদকের ভয়াবহ সম্পাদনা তৎপরতাও চোখে পড়ার মত ছিল কিছু দিন| মেজর রাহাতের সেই যুগান্তকারী পোস্ট, যা শাহবাগী নাস্তিকদের মুখোশ উন্মুক্ত করে দিয়েছিল বাঙালি মুসলিমদের কাছে, তাকে নীতিমালা লঙ্ঘনের দোহাই দিয়ে সরিয়ে দিয়েছিলেন সম্পাদক| নাস্তিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এদেশের আলেমদের নেতৃত্বে মানুষ জেগে উঠলে তারা যখন কোনঠাসা হয়ে পড়ে তখন কয়েকদিন আগে মেজর রাহাতের পোস্টটা আবার ফিরে এসেছে টুডেতে|

কর্তৃপক্ষকে বলিঃ ব্লগের হিট বাড়ানোর জন্য বিরক্তিকর গৃহপালিত ইসলামবিরোধী নিকের কোন দরকার নেই| সুশীল নিরপেক্ষতার ভান ধরারও দরকার নেই| স্বাভাবিকভাবে যা করার দরকার করে যান| যাদের কাছে আপনাদের সাইট প্রিয় হবে তাদের কাছে তা প্রিয় থাকবেই; যারা একে বন্ধ করার জন্য চেষ্টা করবে তারা তা করবেই| নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই|

বিষয়: বিবিধ

১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File