ইয়াজদিগার্দের তিন কন্যার তিন সন্তান!

লিখেছেন লিখেছেন আবূসামীহা ২০ জানুয়ারি, ২০১৬, ০৯:৩০:৩৬ সকাল

ইয়াজদিগার্দের তিন কন্যার তিন সন্তান মানুষের মধ্যে শ্রেষ্ঠতমদের অন্যতম। তাঁরা হলেনঃ সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর, আলী ইবন হুসাইন ইবন আলী ও আল-ক্বাসিম ইবন মুহাম্মদ ইবন আবী বকর।

ইরানের সাসানী বংশের শেষ শাহেনশাহ ইয়াজদিগার্দ। আমীরুল মু'মিনীন উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে মুসলিম মুজাহিদরা সাসানীদের একটা একটা ঘাঁটির পতন ঘটিয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত দজলা পাড়ি দিয়ে মুসলিম মুজাহিদীনরা সাসানী বংশের রাজধানী আল-মাদাইন দখল করে নিলেন। ইরাক্ব ছেড়ে পালিয়ে গেলেন ইয়াজদিগার্দ। কিন্তু রাজধানীতে ফেলে গেলেন ইরানীদের শত শত বছর ধরে জমা করা সম্পদ ও নিজের পরিজন। এরমধ্যে ছিল তিন শাহযাদী, তাঁর তিন কন্যা।

গনীমত ও যুদ্ধবন্দীদেরকে মদীনায় আনা হল। সাম্য ও ন্যায়ের মূর্তপ্রতীক উমর গণিমত থেকে যাদের যা প্রাপ্য তা দিলেন। আর যুদ্ধ বন্দীদেরকে প্রথানুযায়ী বেচে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিক্রির কথা শুনে ইয়াজদিগার্দের তিন কন্যা কাঁদতে শুরু করে। বিশাল এক সাম্রাজ্যের এক সম্রাটের কন্যারা বাঁদী হয়ে বিক্রি হয়ে যাবে এই অপমানে তারা কাঁদতে শুরু করে। অবস্থা দেখে আলী ইবন আবী তালিব (রাঃ) প্রস্তাব দিলেন এদেরকে ক্বুরাইশদের সবচেয়ে সম্ভ্রান্ত তরুণদের দিয়ে দেয়া হোক। প্রস্তাবানুযাযী এদের একজনকে দেয়া হয় আব্দুল্লাহ ইবন উমরকে, দ্বিতীয়জনকে আল-হুসাইন ইবন আলীকে ও তৃতীয়জনকে দেয়া হয় মুহাম্মদ ইবন আবী বকরকে। এই তিনজনের ঔরসে ও এই তিন শাহযাদীর গর্ভেই জন্ম নেন তাবি'ঈদের মধ্যে অন্যতম অগ্রগামী তিনজন মহান পুরুষ।

আব্দুল্লাহ ইবন উমরের ঘরে আসেন সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর। তাঁর দাদা উমর ইবন আল-খাত্তাবের মতই দেখতে ও বৈশিষ্টমণ্ডিত ছিলেন সালিম।

আল-হুসাইন ইবন আলীর ঘরে আসেন আলী ইবন হুসাইন ইবন আলী। ইবাদত বন্দেগী ও তাক্বওয়া পরহেজগারীতে উন্নতি লাভ করে তিনি খ্যাত হয়ে যান যায়নুল আবিদীন [ইবাদতকারীদের অলংকার] হিসেবে।

মুহাম্মদ ইবন আবী বকরের ঘরে আসেন আল-ক্বাসিম ইবন মুহাম্মদ ইবন আবী বকর। জ্ঞান, প্রজ্ঞা ও ইবাদতে অনন্য ছিলেন এই আল-ক্বাসিম।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সন্তুষ্ট হোন তাঁদের সবার উপর।

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357288
২০ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাতার জাতির বিজয় কাহিনি ঘোষিছে গরবে ধরনীতল
প্রতিমা পূজারি সেচ্ছায় আসি হইল কাবার রক্ষি দল।
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০১
296512
আবূসামীহা লিখেছেন : Happy Good Luck
357291
২০ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৯
বিবর্ন সন্ধা লিখেছেন : আমিন Good Luck
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০২
296513
আবূসামীহা লিখেছেন : আমীন!
357293
২০ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সমাজ ও সভ্যতার ধারাবাহিকতায় বংশ-আভিজাত্যের প্রভাবের বিষয়টি দেখে ও ভেবে আমি তাজ্জব হয়ে যাই!

জাযাকাল্লাহ...
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৩
296514
আবূসামীহা লিখেছেন : এখানে বড় হয়ে উঠার বিষয়টা অনেক প্রভাব বিস্তারকারী।
ওয়া ইয়্যাক।
357299
২০ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। দারুন তথ্য জানলাম Happy
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৪
296515
আবূসামীহা লিখেছেন : ওয়া ইয়্যাক!
357333
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৭
আবু জান্নাত লিখেছেন : সূত্র উল্লেখ করলে আমরা আরো কিছু জানার চেষ্টা করতাম।
জাযাকাল্লাহ খাইর
২১ জানুয়ারি ২০১৬ রাত ১২:১০
296525
আবূসামীহা লিখেছেন : আমি যখন লিখাটা লিখি তখন হাতের কাছে কোন বই ছিল না। তাই রেফারেন্স উল্লেখ করি নি। তবে আপনি নিম্নোক্ত বইগুলো পড়তে পারেনঃ
১। আলী মুহাম্মাদ আস-সাল্লাবীর "Umar Ibn al-Khattab: His life and times"
২। মুহাম্মদ আব্দুল মা'বূদের "তাবি'ঈদের জীবন কথা।"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File