কুর'আনের ছায়াতলে যে জীবন
লিখেছেন লিখেছেন আবূসামীহা ০৬ জানুয়ারি, ২০১৬, ০৬:৫৭:৩৯ সন্ধ্যা
কুর'আনের ছায়াতলে বেড়ে উঠা জীবন
======================
"কুর'আনের ছায়াতলে বেড়ে উঠা জীবন এক নি'মাহ [নি'আমত]; যা কেউ জানে না শুধু সে ছাড়া, যে এটার স্বাদ আস্বাদন করেছে।"
======================
কুরআনের ছায়াতলে জিন্দেগী যাপন কারীদের জাত ও খান্দান একটাই।
======================
ইতিহাসের প্রতিটি স্তরে মু'মিনদের খান্দান ছিল একটাই। সর্বাবস্থায় তারা সে ঈমানী কাফিলায় শরীক থাকবে, যার নেতৃত্ব দিয়েছেন নূহ, ইবারাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াক্বুব, ইউসুফ, মূসা, ঈসা ও মুহাম্মদ [সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলায়হিম আজমা'ঈন]।
"এই যে তোমাদের দল [উম্মত] তাতো একটাই দল; আর আমিই তোমাদের রব্ব। অতএব আমাকেই ভয় করে চল।" [আল-মু'মিনূনঃ ৫৩]
যখন থেকে মানুষ এই জমীনে পা রেখেছে তখন থেকেই - ইতিহাসের প্রতিটি অধ্যায়ে, যুগের প্রতিটি বিবর্তনে ঈমানদারদের একটী কাফিলা এখানে সতত বিরাজমান ছিল। আর ঈমানদারদের এই কাফিলাকে ইতিহাসের প্রতিটি স্তরে, প্রতিটি অধ্যায়ে একই ধরণের অবস্থা ও একই ধরণের সমস্যার মুক্বাবিলা করতে হয়েছে। তাদের সংগ্রাম ছিল জাহিলিয়াতের বিরুদ্ধে, গোমরাহীর বিরুদ্ধে। তারা সর্বদাই তৎপর ছিলেন আল্লাহদ্রোহিতাকে উচ্ছেদের কাজে। তার সব সময়ই অজ্ঞতা ও পথভ্রষ্টতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন। এই কাফিলা কঠিন থেকে কঠিন্তর মুহুর্তেও হামেশা সাহসিকতা ও দৃঢ়তার সাথে এগিয়ে গিয়েছে। সব সময়ই তারা আল্লাহ তা'আলার সাহায্যের দিকে তাকিয়ে থেকেছে; ইসলাম ও কুফরের প্রতিটি লড়াইয়ে তারা আল্লাহ তা'আলার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করেছে।
"যারা মানতে অস্বীকার করেছিল তারা তাদের রসূলদের বলেছিলঃ হয় তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে নতুবা আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব । তখন তাদের কাছে তাদের রব্ব ওহী প্রেরণ করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব। আর তাদের পরে আমরা দেশে অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এটি তার জন্য যে ভয় করে আমার সামনে দাঁড়াতে, এবং ভয় করে আমার শাস্তির।’’ [সূরা ইবরাহীমঃ ১৩-১৪]
======================
সায়্যিদ ক্বুতব [রহিমাহুল্লাহ]
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
======================
কুরআনের ছায়াতলে জিন্দেগী যাপন কারীদের জাত ও খান্দান একটাই।
একটি জাতির শীর্ষ জ্ঞানীগুণী(?)দের সামষ্টিক অন্ধত্ব আমাকে বিস্মিত করছে!!
আলকুরআনের অনেক বর্ণনা এখন খুব সহজেই বুঝতে পারি!!
রব্বানা লা তুঝিগ ক্বুলুবানা বা'দা ইজ হাদায়তানা ওয়া হাবলানা মিললাদুনকা রহমাহ, ইন্নাকা আন্তাল ওয়াহহাব
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন