আপনার দীনী আত্মমর্যাবোধ কি এখনো আছে!!!!
লিখেছেন লিখেছেন আবূসামীহা ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৩:৪৯ রাত
আমি জানি না এটা কারো কষ্টের কারণ হবে কিনা! আল্লাহ মাফ করুন!
আমি আশ্চর্য হই যখন কিছু ভাইদের দেখি, মনে হয় তাদের দীনী আত্মমর্যাদাবোধ বিলুপ্ত হয়ে গেছে। এরা একটা সময় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী ছিলেন। কিন্তু এদের স্ত্রী ও ছেলে-মেয়েদের দেখলে মনে হবে না যে এরা ইসলামী আত্মমর্যাদাবোধ সম্পন্ন।
একজন ভাই যিনি ইসলামী আন্দোলনের শপথের কর্মী ছিলেন, কিভাবে একজন মহিলাকে নিয়ে চলেন যে ইসলামী বিধান মত আব্রু রক্ষা করে চলে না। আমি এটা কখনো কল্পনাও করতে পারতাম না যে এমন কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করব যে ইসলামী মতে আব্রু রক্ষার বিধান পালন করে চলবে না। এটা "simply unthinkable" আমার কাছে।
অনেক ভাইয়েরা আছেন যারা পারিবারিকভাবে এমন কাউকে বিয়ে করেছেন যারা এই বিধান মানতে অভ্যস্ত নয়। কিন্তু তারা যখন আপনার স্ত্রী হয়ে গিয়েছে তখন এটা আপনারই দায়িত্ব তাদেরকে এই বিধান মানতে শেখানো। "Be a man and be a Muslim man." আপনি দাইয়ুস হবেন না। আপনার দিলে যদি আল্লাহর এই বিধান মানার ব্যাপারে আগ্রহ থাকত তাহলে আপনার স্ত্রী এটা পালন করতই। মুশকিল হচ্ছে আপনার কোন আন্তরিকতা ও আগ্রহ কোনটাই ছিল না। ফলে আপনি কোন পদক্ষেপই গ্রহণ করেন নি। অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেনঃ "হে নবী! আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মু'মিনদের স্ত্রীদেরকে বলুন, তারা যেন নিজেদেরকে জিলবাবে আবৃত করে নেয়। এটা একটা উত্তম ব্যবস্থা, যাতে করে তাদের চেনা যাবে [সম্মানিতা ও স্বাধীনা নারী হিসেবে] এবং তাদেরকে উত্যক্ত করা হবে না।" [৩৩ঃ ৫৯]
প্রিয় ভাই, আপনি কি আসলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়েছিলেন? যদি হয়ে থাকেন তবে কি আপনি আল্লাহ ও তাঁর রসূলকে ভালবাসতে পেরেছিলেন? আপনার নিজেকে এটা জিজ্ঞাসা করার দরকার রয়েছে।
অন্যদিকে আমি অনেক ভাইদের জানি যাদের ইখলাসের বদলা আল্লাহ তাঁদের দিয়েছেন। তাঁরা পারিবারিক চাপ ও অন্যান্য কারণে মোটামুটি সেক্যুলার পরিবারে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু নিজেদের খুলুসিয়াত, দীনী আত্মমর্যাবোধ ও আল্লাহকে সন্তুষ্ট করার তীব্র আকাংখা তাদের দিলকে শান্ত থাকতে দেয় নি। ফলে তাঁদের সেক্যুলার স্ত্রীরা এখন কুরআনের সে বিধান মেনে চলেন এবং তা আন্তরিকতার সাথেই করেন।
নিজের আখিরাতকে বাঁচানোর তীব্র বাসনা যদি আপনাকে ব্যাকুল না রাখে তাহলে শয়তান আপনার উপর গালিব হয়ে যাবে। দয়া করে শয়তানকে আপনার উপর গালিব হতে দেবেন না।
আল্লাহুল-মুস্তা'আন!
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ ইসলামের ধারক বাহকদের অবস্থার জন্যই বাকীদের কাে ইসলাম হাস্যকর হয়ে চলেছে৷ আপনাকে ধন্যবাদ৷
যদিও হাসি আসছিল, কিন্তু তার চেয়ে অনেক বেশী কষ্ট ...
"ছুম্মা রদাদনা-হু আসফালা সা-ফিলীন.."
শুধু বাইরের বিষয় নয়, অনেকের ভেতরের অবস্থা জেনে আমি তাজ্জব হয়ে যাই!!
রব্বানা লা তুঝিগ ক্বুলুবানা বা'দা ইজ হাদায়তানা..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন