ইন্টারনেট সার্চ ইঞ্জিনঃ তথ্যবাবার আবিষ্কার (!)

লিখেছেন লিখেছেন আবূসামীহা ১৯ অক্টোবর, ২০১৫, ০৭:৫৮:০৫ সন্ধ্যা

আমি ইন্টারনেট ব্যবহার শুরু করি ১৯৯৪ সালে। তখনও মাইক্রোসফটের গ্রাফিক ইউসার ইন্টারফেইসের [GUI based] উইণ্ডোজ ৯৫ বের হয় নি। আমাদের ডিপার্টমেন্টে অবশ্য GUI based ম্যাকিন্টোশ কম্পিউটার ছিল কয়েকটা। ডস বেইসড অপারেটিং সিস্টেমের উপর সুপারফিসিয়াল হিসেবে উইন্ডোজ ৩ চলত। ইউনিক্স ভিত্তিক ইন্টারনেট চালাতে হত আমাদেরকে। কমাণ্ড প্রম্পটে কমাণ্ড লিখে লিখে ইমেইল লিখতে হত। আবার সেন্ড করার জন্য আরেক কমাণ্ড লিখতে হত। সব কিছু কমান্ড বেইসড।

সে সময়ে ইন্টারনেট সার্চও করতে হত কমাণ্ড লিখে। গোফার [gopher] ছিল সার্চ করার একটা মাধ্যম। ইউনিক্স কমাণ্ড প্রম্পটে gopher লিখে তারপর সার্চ করতে হত। ওটাই ছিল আমাদের সার্চ ইঞ্জিন। অবশ্য ইন্টারনেট বিশেষজ্ঞরা ওটাকে পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন মনে করেন না। World Wide Web [www or W3] চালু হলে প্রথম সার্চ ইঞ্জিন ছিল W3Catalog; আর সেটা ছিল ১৯৯৩ সালে। সে বছরই আরো কয়েকটা ইন্টারনেট সার্চ ইঞ্জিন বের হয়েছিল - AliWeb, JumpStation এবং WWW Worm। আমি এগুলোর কোনটাই ব্যবহার করি নি।

১৯৯৫ সালে মাইক্রোসফটের Fully GUI based Windows 95 বের হয়। সে বছর আমি Library & Information Science এ মাস্টার্সে ভর্তি হই। LIS স্টাডিজ এর প্রধানতম কাজই হল ইনফরমেশন অর্গানাইজেশন ও রিট্রিভ্যাল [Information Organization and Retrieval]। খুব স্বাভাবিকভাবেই আমাদের ডিপার্টমেন্ট ছিল ক্যাম্পাসে ইন্টারনেট ব্যবহারের পাইওনিয়ার। সার্চ ইঞ্জিন মূলতঃ এই ইনফরমেশন রিট্রীভ্যাল এর লজিকে তৈরি। আমরা ততদিনে Lycos, InfoSeek, Webcrawler, ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করছি। এগুলো সব ১৯৯৪ সালে উদ্ভাবিত। আর ওয়েব ব্রাউসার ছিল AirMosaic, যা পরে NetScape Corporation কিনে নিলে Netscape ব্রাউসারে পরিণত হয়। আজকের ফায়ারফক্স মূলতঃ ঐ Netscape ব্রাউসারের উত্তরসূরী। এরপর আসল Yahoo এবং আমরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলাম। একই সময়ে আরো কটি সার্চ ইঞ্জিন বাজারে আসে। আমরা মজা পেতাম MetaCrawler ব্যবহার করতাম। তারপর Google এসে সব দখল করে নেয়।

সার্চ ইঞ্জিনের এই উন্নতির দিকে বিবর্তনের সময়ে আমরা তথ্যবাবা ও জাতির নাতি জয়ের নাম কখনো শুনি নি। :( :( :(

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346391
১৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৫
287498
আবূসামীহা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও!
346393
১৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেটস্কেপ এর সাথে কিছু বিল্টইন সার্চিং ফাংশন ও ছিল। ইয়াহু ছিল ব্যবহার এর জন্য সবচেয়ে সহজ ওয়েব বেইসড সার্চ ইঞ্জিন। ওয়েবক্রলার ও তখন জনপ্রিয় ছিল। কিছু সার্চিং সফটওয়্যার ও পাওয়া যেত। একটার কথা মনে আছে সেই সময়ই খুব সুন্দর এনিমেশন দেখাত।
কম্পিউটার সাইন্স বা ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রামিং পড়ানর সময় প্রথম দিকেই সার্চিং এন্ড সর্টিং নিয়ে প্রোগ্রামিং এলগরিদম লিখেন নাই এমন কেউ নাই। এই ধরনের ছোট প্রজেক্ট সারা বিশ্বের সকল প্রোগ্রামিং এর ষ্টুডেন্ট ই করে। যখন থেকে ইন্টারনেট প্রচলিত তখন থেকে ইন্টারনেট ভিত্তিক এই ধরনের কোডিং ও সাধারন শিক্ষার অংশ। যেটাকে কোম্পানি গুলি বানিজ্যিক ভাবে আরো সম্বৃদ্ধ করে চালু করেছে। এসব একা কেউ করেনি। গুগল ও আজকের অবস্থায় একদিনে আসেনি।


কিন্তু!!!!!!
আমরা হইলাম এক কথার মানুষ। আমাদের জন্য পানি থেকে শুরু করে সার্চ ইঞ্জিন পর্যন্ত একজনই সপ্ন দেখেছেন এবং একজনই বানিয়েছেন!
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৪
287565
আবূসামীহা লিখেছেন : সেটাই! এখানে সব একজনের সাথে সম্পর্কিত!!!!
অনেক ধন্যবাদ!
346443
২০ অক্টোবর ২০১৫ রাত ০২:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।
আমাদের যাত্রা শুরু ইয়াহু দিয়ে আর এখন গুগল! ঐ সব প্রোগ্রামগুলোর নাম মাত্র জানলাম।

শুকরিয়া আপনাকে। জাযাকাল্লাহ খাইর Praying
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৩
287564
আবূসামীহা লিখেছেন : ওয়াআলায়কুম আসসালাম।
গুগুলের আগে যে আরও অনেক সার্চ এঞ্জিন ছিল সেটাই বেশিরভাগ বাংলাদেশি জানে না। গুগুলই যে একমাত্র সার্চ এঞ্জিন না এটাও অনেক লোকেরা জানে না।
তাই বাঙাল্কে হাইকোর্ট দেখানো হয়েছে।
346459
২০ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৩
রক্তলাল লিখেছেন : অবাক হয়ে রইলাম আর গরু হাম্বা বলে মধ্যাকর্ষণ সূত্রের আবিস্কারক দাবী করল - হাততালিও পাইল।

চেয়ে দেখলাম আর মনে মনে গাইলাম .. 'আমার বলার কিছু ছিল না...'
২০ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৮
287644
আবূসামীহা লিখেছেন : হা হা হা! কিন্তু আমার কিছু বলার ছিল বলে বলে ফেললাম! Happy
346467
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০৭
শেখের পোলা লিখেছেন : ঐসময়ে তথ্যবাবা রঙিন স্বপ্নে বিভোর ছিলেন৷
২০ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৮
287645
আবূসামীহা লিখেছেন : স্বপ্নতো নানায় দেখত, কারণ দেশ চালানো বাদ দিয়া খালি ঘুমাইতো! নাইলে ক্যামনে স্বপ্ন দেখত?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File