বাঙালী বেদুইন!!!!!! :D
লিখেছেন লিখেছেন আবূসামীহা ২৪ জুন, ২০১৫, ০৩:১৮:৩৯ দুপুর
মসজিদে ইফতার ও মাগরিব শেষে প্রতিদিন ১০-১২ মিনিটের একটা ছোট্ট আলোচনা হয়। উদ্দেশ্য লোকদেরকে দীন সম্পর্কে কিছু শোনানো; আর এই ফাঁকে রাতের খাবার পরিবেশন করতে ব্যস্ত ভাই-বোনদেরকে তাদের কাজটা গুছিয়ে নিতে কিছুটা সময় দেয়া। তো, সেদিন ছিল আমার আলোচনা। আলোচনার শুরুতে হামদ-নাতের পরপরই একজন ভাই বলে উঠলেন, "হুজুর, বক্তৃতাটা বাংলায় দেন; প্রত্যেকদিন ইংরাজীতে দেন। আমরা বুঝি না।"
আমি ছিলাম ৪র্থ রোজার দিনের বক্তা। ১ম দিন কে আলোচনা করেছিল আমি জানি না। ২য় দিন আলোচনা করেছিল হাফিজ আব্দুল্লাহ রিদওয়ান। সে আমাদের তারাবীহর দু'জন ইমামের একজন। বেচারা বাংলাদেশী বাপ-মায়ের ছেলে হলেও এখানে জন্ম ও বড় হবার কারণে আনুষ্ঠানিক কোন বক্তৃতা বাংলায় দেবার মত যোগ্যতা রাখে না। স্বাভাবিকভাবে সে ইংরেজীতেই আলোচনা করেছে। ৩য় দিন আলোচক ছিলেন ডঃ আহমেদ মালিক। তিনি হাফিজ, আলিম এবং ডাক্তার। বেচারা পাঞ্জাবী বংশোদ্ভূত। ফলে তিনিও বাংলা জানেন না।
আমার আলোচনা আমি বাংলা এবং ইংরেজী দু'টোতে করার নিয়্যত করেই দাঁড়িয়ে ছিলাম। হামদ ও সালাতের পরে আমি আসলে শুরুও করেছিলাম বাংলায়। কিন্তু এই বাঙালী ভাই বেশ চেঁচিয়েই তার কথাটা বললেন। যাই হোক আমি ইংরেজী এবং বাংলা মিলিয়েই আলোচনা শেষ করেছি।
আমাদের মুসল্লীদের একটা অংশ হচ্ছে অবাঙালী, একটা অংশ হচ্ছে হচ্ছে তরুণ [এরা বাঙালী বা অবাঙালী যাই হোক না কেন, তাদের ভাষা হচ্ছে ইংরেজী]; আরেকটা অংশ হচ্ছে দেশ থেকে আসা বাঙালী প্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ। ইংরেজীতে আলোচনা হলে এই শেষোক্ত দল খুব বুঝেন না। আর বাংলায় আলোচনা হলে প্রথম দুই গ্রুপ বঞ্চিত হন। মসজিদের খুতবাহ হয় আরবী ও ইংরেজীতে। সে সময়েও শেষোক্ত দলটা বঞ্চিত হয়। আমি যেদিন খতীব থাকি সেদিন চেষ্টা করি খুৎবাহর মূল কথাটা বাংলায়ও বলে দিতে।
যাই হোক, গতকাল রাতে আমাদের আলোচনাগুলো প্রসঙ্গে কথা আসলে হাফিয রিদওয়ান আমাকে বলল, "Shaykh, the man that stopped you was very rude. Why did he do that?" [শায়খ, যে লোকটা আপনাকে থামিয়ে দিয়েছিল সে খুবই অভদ্র ছিল। সে এমন করল কেন?"] আমি বললাম, "You know bedouin.....he's our bedouin." [তুমি বেদুইনদের সম্পর্কে জানো......আর ইনি আমাদের বেদুইন।" সে হাসতে হাসতে শেষ। সূরা হুজুরাতে আল্লাহ বেদুইনদের সম্পর্কে বলেছেন তাদের রাফ আচরণ সম্পর্কে। তারা রসূলুল্লাহর (সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম) ঘরের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকাডাকি করত এই বলে, "ইয়া মুহাম্মদ উখরুজ আলায় না।" [হে মুহাম্মদ, আমাদের কাছে বেরিয়ে আসুন।] রিদওয়ান সে কথা স্মরণ করেই হাসতে হাসতে শেষ। সে বলল, "So, this guy's like the a'rab!" "আ'রাব" মানে হল গ্রাম্য আরব বেদুইন, যে সাধারণ ভদ্রতা সম্পর্কে অজ্ঞ।
:D :D :D
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
াআশা করি সেই ভাইকে দেখলে ক্ষমা চেয়ে ব্যাপারটি বুঝিয়ে বলবেন। এবং এই লেখাটি ডিলিট করে ফেলবেন
তিনিযে সবকিছু ছেড়ে আপানার কথা শোনার জন্য বসে ছিলেন তা এপ্রেশিয়েট করার মত নয় কি?
অন্য প্রসঙ্গ: (যদিও আমি অনেক দিন থেকেই নাই, তবুও) ২৪ জুন থেকে আজ ৪ সেপ্টেম্বর; অনেক দিন।
জাযাকাল্লাহু খায়রা।
মন্তব্য করতে লগইন করুন