তারা মনে করে জীবনে কষ্ট-মুসীবতে ভোগার মধ্যে কোন মহত্ব নেই
লিখেছেন লিখেছেন আবূসামীহা ০৪ মে, ২০১৫, ০৪:৪০:৩৪ রাত
গতকাল [২৯ এপ্রিল, ২০১৫ ] ছিল আমার পেটের ডাক্তারের [GI: Gastrointestinal] অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তার সাহেব ইয়াহুদী; তবে ধর্মনিরপেক্ষ, মানে মডারেট ইয়াহুদী। তিনি শনিবারেও রোগী দেখেন। আমার সাথে তিনি বিভিন্ন বিষয়ে কথা-বার্তা বলেন। বিশেষ করে আমি যেহেতু সমাজ বিজ্ঞানের শিক্ষক তাই বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয়ে তিনি আলোচনা করেন।
তো, কালকে বাল্টিমোর শহরে দাঙ্গা নিয়ে কথা উঠল। তিনি দাঙ্গাটাকে কোন ভাবেই মেনে নিতে পারছিলেন না। আমরা কেউই দাঙ্গাটাকে গ্রহণ করছি না। কিন্তু এর পেছনে পুলিসের বাড়াবাড়ির বিষয়টাও দেখতে হবে বলে আমি মন্তব্য করলাম।
তিনি বললেন, বাল্টিমোর পুলিস ডিপার্টমেন্টের অর্ধেক সদস্যই কৃষ্ণাঙ্গ, তাই পুলিসের জাতিগত বিদ্বেষকে এখানে কাজে লাগানো যাবে না।
আমি বললাম, তা ঠিক; কিন্তু পুলিস হিফাজতেই একজন ব্যক্তি মেরুদণ্ডের আঘাতে নিহত হয়েছে। পুলিসের দায় এখানে আছে বৈকি।
তিনি বললেন, সেটা ঠিক আছে; তবে দাঙ্গাকারীদের সমস্যা হচ্ছে তাদের পারিবারিকভাবে বড় হয়ে উঠার। তারা যথাযথ পারিবারিক শিক্ষা পায়নি। তাদের যথাযথ পারিবারিক শিক্ষা থাকলে এভাবে বাড়াবাড়িমূলক দাঙ্গায় তারা লিপ্ত হত না।
আমাকে তাঁর সাথে একমত হতে হল। কারণ আমেরিকান কৃষ্ণাঙ্গ শিশুদের ৫০% এরও বেশির জন্ম হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে এবং এ সমস্ত শিশুদের অধিকাংশই কখনো জানে না তাদের পিতা কারা। আর পিতৃ-সুলভ তত্ত্বাবধান বঞ্চিত এ সমস্ত শিশুরা বড় হয়ে উঠে কোন ধরণের সত্যিকার পারিবারিক মূল্যবোধ ছাড়া। খুব স্বাভাবিকভাবেই এদের কাছ থেকে সুস্থ্য আচরণ আশা করা যায় না।
এরপর কথা উঠল আমাদের স্কুল নিয়ে। তিনি জিজ্ঞেস করলেন SAT এর কথা। আমি বললাম আমাদের ১২শ শ্রেণির ছাত্র-ছাত্রীরা ইতোমধ্যে SAT নিয়ে নিয়েছে এবং তাদের বেশিরভাগই কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তির অফারও পেয়ে গেছে।
তিনি পরে এখানকার ছেলেমেয়েদের কেয়ার-ফ্রী জীবন নিয়ে কথা উঠালেন। তারা জীবন নিয়ে খুব ভাবে না। তারা মনে করে তারা যা চাইবে তা সহজেই পেয়ে যাবে। আমিও বললাম সবকিছুকে তারা মনে করে এমনিতে হয়ে যাবে। [They take everything for granted]। জীবনে কষ্ট সম্পর্কে তারা ভাবে না। তাদের পিতামাতাদের পরিশ্রম সম্পর্কে উদাসীন।
তিনি বললেন, হ্যাঁ তারা এরকমই; তবে জীবনে কষ্ট-মুসীবত স্বীকার করার মধ্যে কোন মহত্ব আছে বলেও আমি মনে করি না।
আমরা যে সমস্ত মানুষদেরকে মহৎ বলে জানি তাদের সবাই কষ্ট-মুসীবতের পাহাড় ডিঙিয়েছেন জীবনে। কিন্তু কষ্ট-মুসীবতে ভোগার মধ্যে মহত্ব আছে কি নাই সেটা আলোচনা না করে আমি ডাক্তার সাহেবকে বললাম, মহত্ব আছে কি নেই সেটা অন্য কথা; কিন্তু কষ্ট মুসীবত সম্পর্কে জানতেতো হবে এবং সচেতন হতে হবে, যাতে করে কষ্ট-মুসীবতে পতিত হওয়া থেকে বেঁচে থাকা যাবে।
তিনি এ বিষয়ে একমত হলেন।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোগ সর্বস্ব জীবনের অধিকারীরা এমন চিন্তা করবে এটাই স্বাভাবিক!
প্রকৃত মানবতা হাসিলে কষ্ট-ত্যাগ ইত্যাদির পথ মাড়ানোর বিকল্প নেই!!
প্রকৃত মানবতা হাসিলে কষ্ট-ত্যাগ ইত্যাদির পথ মাড়ানোর বিকল্প নেই!!
খাও দাও ফূর্তি কর"- এই হচ্ছে তাদের জীবন দর্শন।
আল্লাহ আমাদের হেফাজত করুন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : অনেকের পেটে খাবারই নেই। আল্লা হেফাজত করবে ক্যামনে, ফূর্তির তো প্রশ্নই উঠে না। @ প্রেসিডেন্ট।এক) পারিবারিক আবহে বেড়ে উঠার মধ্যে পরবর্তী অনেক কিছুই প্রভাব পড়ে।
দুই) আমরা যে সমস্ত মানুষদেরকে মহৎ বলে জানি তাদের সবাই কষ্ট-মুসীবতের পাহাড় ডিঙিয়েছেন জীবনে।
আপনাকে অসংখ্য মোবারকবাদ।
আরেকটি কথা - ধর্মনিরপেক্ষতার যে বর্ণনা দিলেন তার সাথে একমত না।
আন্তুরিক মোবারকবাদ।
জাজাকাল্লাহ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : (তবে আমার বিশ্বাস মুক্তমনারা আসলেই এক হতে পারেনা।)মুসলিম মনারা এক হতে পেরেছে @ স্লেভ?
ওয়া ইয়্যাক।
অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : তো কি করবে, কষ্ট-মুসিবত টেনে এনে পরীক্ষা দিবে @ ফারিহার বাপ?মূলতঃ আদম সন্তান রা এমন ই হবার কথা। জাজাকাল্লাহ শেয়ার করার জন্য।
আল্লাহ আমাদের হেফাজত করুন।
ধন্যবাদ।
অনেকদিন পর আপনার আগমন, চমৎকার লিখা এবং স্টিকি পোস্ট দুটোই খুবি আনন্দের কারন !
ডাক্তার দেখাতে গিয়েও আপনার দাওয়াতী কাজ অব্যাহত ছিলো অন্তত ঐ ইহুদিকে জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভংগি বা ধারনা দিয়েছেন জেএ খুবি ভালো লাগলো!
অমুসলিমদের কতাহ আর কি বলবো অনেকক্ষেত্রে মুসলিমরাও জীবনে নেমে আসা বালা- মুসিবতগুলো মেনে নিতে চান না! এগুলোকে অভিশাপ মনে করেন! অথচ আল্লাহ স্পষ্টভাবেই বলেদিয়েছেন তিনি আমাদের পরীক্ষা করবেন !
জাযাকাল্লাহু খাইর চমৎকার লিখনীর জন্য! বিডি পরিবার আপনার নিয়মিত উপস্হিতি কামনা করে!
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
৫০%?!? পরিসংখ্যানের মাত্রা নিয়ে আমার সন্দেহ আছে। এতটা হবে না। তবে এটা ঠিক সিঙ্গেল ফ্যামিলি অথবা পলিগামি ফ্যামিলিতে বেড়ে উঠা শিশুরা পিতৃ স্নেহ বঞ্চিত হয়। বিবাহ বিচ্ছেদ পরিবারে একই অবস্থা। আবার এক্সট্রিম রিলিজিয়াস ফ্যামিলির শিশুরা সহজেই আলকায়দা, আইসিস, বোকোহারাম, সুইসাইড বোমা, শিবসেনাদের পথা পা বাড়ায়।
পোষ্টের বিষয়বস্তুর সাথে অনেকাংশেই একমত। ধন্যবাদ।
আপনাকে অনেক শুকরিয়া শেয়ার করার জন্য!
মন্তব্য করতে লগইন করুন