সোনা ব্লগের ক্যাচাল এখানে আনবেন না, কাদতে হলে অন্য কোথাও গিয়ে কাদুন
লিখেছেন লিখেছেন ভোরের পাখি ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৪:৩৭ রাত
সোনা ব্লগ বন্ধ হইছে। একটা ব্লগ বন্ধ হওয়া ভাল কথা নয়, এটা ঠিক। কিন্তু সেই ব্লগের যদি উদ্দেশ্য খারাপ থাকে সরকার তার উপর নজরদারী করতেই পারে। মনে রাখবেন, ঐটা দেশ বিরোধী কিছু করছে এমন তথ্য পেয়েছে বলেই সরকার হার্ড লাইনে গেছে। তদন্ত করে কিছু না পাইলে আবার খুলে দেবে। কিন্তু যেই ভাবে সারি নিয়ে এখানে সোনা ব্লগের জন্য কান্না চলতেছে, তা দেখে মনে হচ্ছে কিছু কিছু ব্লগার কান্নার জায়গা না পেয়ে এখানে কাদতে আসছে। এটা কান্নাকাটির জায়গা না। ঝগড়া ঝাটি ক্যাচালের জায়গাও না। এই ব্লগটার শুরু থেকেই আমরা একটা শান্তি পূর্ন পরিবেশে ব্লগিং করছি। আপনারা যারা নিউ কামার, তারা আইসাই আরেক ব্লগের মায়ায় কাদবেন, আর আমরা আপনাদের কান্না মুছতে থাকব নাকি! আরো অনেক ব্লগ আছে, অইগুলাতে যাইয়া কাদের। মডারেটরদের অনুরোধ করছি, এই সব কান্না কাটি, অযথা হল্লা হাটি বন্ধ করেন।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন