আনিসুল হক শিবিরের চর!

লিখেছেন লিখেছেন আবাল ০৯ জানুয়ারি, ২০১৩, ০৮:৪২:০৩ রাত



একটি স্যাটায়ার ম্যাগাজিনে আনিসুল হকের ব্যাংগচিত্র

গতকালের প্রথম আলোতে আনিসুল হক কলাম লিখেছেন,

"অরণ্যে রোদনঃ হাতকড়া"

সেখানে তিনি ইনিয়ে বিনিয়ে একথা সেকথার পর বলেছেন দে বু চারটে আলাপাতা

প্রথম আলোরই একজন সহকর্মী লিখেছেন এবং আমাদের গল্প শুনিয়েছেন, রাতের বেলা চা খেতে বেরিয়ে তিনি স্থানীয় সরকারদলীয় কর্মীদের দ্বারা ঘেরাও হয়ে গেছেন, তারা বলছিল, তুই শিবির। তাঁকে নানাভাবে প্রমাণ করতে হয়েছে, তিনি শিবির নন। এ তো ভয়াবহ পরিস্থিতি! প্রথম কথা, কোনো লীগেরই কাজ রাস্তা পাহারা দেওয়া নয়! দ্বিতীয় কথা, শিবির হলেই কি তাকে ঘেরাও করতে হবে? মার দিতে হবে? এই মনোভাব থেকেই বিশ্বজিৎ খুন। এই ঘটনার পুনরাবৃত্তি দেশে অরাজকতা তৈরি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে।


এরপরও কি বলা যায় যে তিনি শিবিরের চর নন? তিনি বলছেন শিবির হলেই তাকে মারা উচিত না। এতেই কি প্রমান হয়ে যায় না যে আসলে তলে তলে উনি শিবির করেন?

বিষয়: রাজনীতি

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File