শাহবাগ আন্দোলন নেতাদের আসল চেহারা! সাধারণ মানুষের আন্দোলন থেকে এদেরকে গলাধাক্কা দিয়ে বহিস্কার করা হোক

লিখেছেন লিখেছেন মেজর রাহাত ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৭:১৭ সন্ধ্যা

ব্লগার, অনলাইন এক্টিভিষ্ট??? এরা কারা তাদের পরিচয় সাধারণ মানুষ তো জানেনা। তাই গত তিন চার বছর ধরে এরা যা করে আসছে তার কিছু উদাহরণ তুলে ধরা হলো। নিচের স্ক্রিণশটগুলো দেখিয়ে দেবে বাংলাদেশে ব্লগিং অর্থ কি। এই ব্লগারদের নেতৃত্বে সবাই আন্দোলন চালান। জোরেসোরে চালাতে থাকলে শেষপর্যন্ত এরা কাপড়ের তলায় লুকানো ইস্যুগুলো সময় মতো বের করবে।

প্রথমেই একজন বড়সড় এক্টিভিষ্ট এর মতামত ও মন্তব্যে পাল্টা মতামত:



ইব্রাহিম খলিল নামের এক প্রতারক সবাক নিকে লিখেন, বেশ পান্ডা গোছের ব্লগার। শাহবাগের আন্দোলন অর্গানাইজ করছেন, নিয়মিত ফেসবুকে আপডেট দিচ্ছেন। আল্লাহ প্রসঙ্গে সবাক এর মতামত:



আরিফুর রহমান ইংল্যান্ডে থাকেন, বর্তমানে লিখছেন ওঙ্কার ও বিভিন্ন নিকে। বেশ চাঁই মার্কা ব্লগার। ইন্টারন্যাশনাল ক্রাইম ষ্ট্রাটেজি ফোরামের নেতা। নিঝুম মজুমদারের সাথে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারেও যোগ দেন। যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলন সংগঠন করে আসছেন বহু বছর যাবত। ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে তার মুল্যবান মতামত:



........................................................................................



........................................................................................



........................................................................................



........................................................................................



আসিফ মহিউদ্দিন সাহেব এখন বাংলাদেশের উদীয়মান হুমায়ুন আজাদ। নিজেকে বেশ কেউকেটা মনে করেন। জাফর ইকবালের সাথে গভীর সম্পর্ক নিয়ে ফেসবুকে বয়ান দেন। তিনিও বিশিষ্ট ব্লগার ও শাহবাগ আন্দোলনের সংগঠক। ইসলাম নিয়ে তার প্রচুর সুচিন্তিত মতামত আছে, কিছু নমুনা:



........................................................................................



........................................................................................

সুরা লাহাবকে নকল করে আসিফ মহিউদ্দিনের লিখিত সুরা:



বিপ্লব নামের এক অবদমিত মধ্যবয়সী লম্পট দীর্ঘদিন যাবত ব্লগিং এর নেতৃত্ব দিচ্ছেন শয়তান নিক দিয়ে। ফেসবুকে আছেন আল্লামা শয়তান নামে। এখন শাহবাগে আছেন ও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন:



........................................................................................



এধরণের আরো অনেক ব্লগার আছেন, যাদের দীর্ঘ বহু বছরের সাধনা আজ সফল হওয়ার উপক্রম। এখন তারা ফেসবুকে শোলাকিয়ার ইমাম, দাড়িওয়ালা বৃদ্ধ আর মাদ্রাসা ছাত্রদের ছবি দিয়ে ইসলামপ্রেমী হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের সাথে আমার ব্যাক্তিগত কোন বিরোধ নেই। ইসলাম নিয়েও আমার বাড়াবাড়ি কোন মায়া নেই। তবে দু:খ হলো, এ আন্দোলনের নেতৃত্ব দেয়া ব্লগার ও অনলানই এক্টিভিষ্ট! দের একটু সৎ হওয়া উচিত ছিলো। যেহেতু এরা চেহারা লুকায়, তাই সবার তা বুঝা দরকার। অনেক কমবয়সী ছেলে পিলে বলবে, এরা যাই হোক তাতে কিছু আসে যায় না। তা ঠিক, যখন সময় সুযোগ অনুকুলে নিয়ে এরা আপনার বাপের দাড়ি আর মায়ের বোরকা টেনে ছিড়বে, তখনও কিছু আসে যায় না। আমার কোন সমস্যা নাই, যেহেতু আমার দাড়িও নাই বোরকাও নাই।



........................................................................................



........................................................................................



........................................................................................



........................................................................................



........................................................................................



........................................................................................



........................................................................................



........................................................................................

অমি পিয়াল, জেবতিক, সবাক, স্বাচিপ নেতা এইসব বাম নাস্তিক আর আওয়ামীদের হাত থেকে আন্দোলনটাকে বাঁচানো দরকার। হাজার হাজার সাধারণ মানুষের দেশপ্রেমকে পুঁজি করে এরা সুবিধা নিতে চাইছে।

বিষয়: বিবিধ

৬৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File