সমাজে প্রভাবশালী হতে হলে টার্গেটভিত্তিক,সম্প্রীতি স্থাপনের মাধ্যমে সমর্থক বৃদ্ধি নয় ...আ'ম সমর্থক বৃদ্ধির কৌশল নিতে হবে
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৬ এপ্রিল, ২০১৫, ১২:৩৭:০১ দুপুর
সমাজে প্রভাবশালী হতে হলে টার্গেটভিত্তিক সমর্থক বৃদ্ধি নয়,....সম্প্রীতি স্থাপনের মাধ্যমে সমর্থক বৃদ্ধি নয় ...আ'ম সমর্থক বৃদ্ধির কৌশল নিতে হবে। টার্গেটভিত্তিক সমর্থক বৃদ্ধি,সম্প্রীতি স্থাপনের মাধ্যমে সমর্থক বৃদ্ধি প্যারালালী চলুক। আগে সমাজের আ'ম মানুষের কাছে কি কারনে খারাপ ইমপ্রেসান তৈরী হচ্ছে তা চিহ্নিত করতে হবে।
১. ৭১
২. নিকাব ও ডেমোনেস্ট্রেশান।
৩. ক্রমধারা চিন্তা না করে ইসলামী রাষ্টের কথা বলা।আধুনিক কল্যান রাষ্টের কথা বলা।
৪. গোপন করার মানসিকতা। গোপন করলে মানুষ ভাবে তাদের পর ভাবছে,,,মানুষ ও আদর্শিক দলকে আপন ভাবেনা এবং ভয় করে ... ভাল খারাপ সবকিছু মানুষ জানলে সমস্যা নেই।
৫. জাতীয় দিবসকে হারাম বলা।
৬. সমাজের ভিভিআইপিদের কেন্দ্রে ভিড়তে না দেয়া।
৭. সারা বছর মানুষ নিয়ে না থাকা।
৮. সেন্ট্রাল রিসার্চ সেল ও অভ্যন্তরীন বিচার ব্যবস্থা না থাকা।
৯. ভিতরে বাইরে পরমত অসহিঞ্চু হওয়া।
১০. সংগঠক ঝড়ে যাওয়া।
১১. জনগন থেকে পোষাক আশাক আর শারীরিক ভাষা ভিন্ন হওয়া।
১২. অন্য ধর্মের প্রতি ও নারীদের প্রতি অপমানজনক দৃষ্টিভঙ্গী পোষন করা।
১৩.কঠিন করার মানসিকতা। কঠিন বিষয় মানুষ নেবে না।
১৪. সবাইকে প্রতিপক্ষ বানানো। বিরোধী প্লাটফরমে বন্ধু না থাকা।
চলবে....
বিষয়: বিবিধ
১৪৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন